ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ: জাতীয় শ্রমিক লীগ কালিগঞ্জ উপজেলা শাখার পরিচিতি সভা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বিন¤্র শ্রদ্ধায় যথাযথ ভাবে পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা রোববার সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক শেখ শাহজালালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধকালীন কমান্ডার আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামান। উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক গাজী আব্দুস সবুরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, কুশলিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, উপজেলা কৃষকলীগের সভাপতি অধিবাসী অধিকারী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মথুরেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনছার আলী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোবিন্দ মন্ডল, মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, কালিগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম মনি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ নাজমুল আহছান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ উজ্জ্বল, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাহিদ হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি গৌতম কুমার লস্কার, উপজেলা যুবলীগের নেতা শেখ ফারুক হোসেন, বিষ্ণুপুর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগ নেতা সুমন প্রমুখ। সভায় উপজেলা জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দসহ উপজেলার ১২ টি ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শোক র্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।