শ্যামনগর ব্যুরো : শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি, জেলা আ ’লীগের সাবেক সহ-সভাপতি ও শ্যামনগর উপজেলা আ ’লীগের সাবেক সহ- সভাপতি, আলহাজ্ব আনোয়ার হোসেন গত রবিবার ভোর ৪.৩০ মিনিটে খুলনা শেখ আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না……..রাজেউন)। রবিবার আছর বাদ কাশিমাড়ী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত জানাযার নামাজে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব একে ফজলুল হক, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জাফরুল আলম বাবু, শিক্ষা বিষয়ক সম্পাদক জি এম শফিউল আযম লেনিন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস.এম আতাউল হক দোলন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি গাজী আনিছুজ্জামান আনিচ, নব-নির্বাচিত জেলা পরিষদ সদস্য গোলাম মোস্তফা মুকুল, জেলা যুবলীগ নেতা স.ম আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল অহেদ, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এস.এম আব্দুর রউফ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সম্পাদক সাইদুজ্জামান সাঈদ, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মারুফ, কাশিমাড়ী ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব শমসের আলী ঢালী, সাধারণ সম্পাদক প্রফেসর আবুল হোসেন, সাংবাদিক মোস্তফা কামাল, সহ তাঁতীলীগ, সেচ্ছাসেবকলীগ শ্রমিকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গসহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ, এলাকার গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মরহুমের জানাযার নামাজ পরিচালনা করেন, হাফেজ মাওঃ রবিউল ইসলাম। তার মুত্যুতে গভীর শোক প্রকাশ করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জগলুল হায়দার, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জি এম আকবর কবীর ও সেক্রেটারী জাহিদ সুমন সহ সকল সাংবাদিকবৃন্দ, জেলা পরিষদের সদস্য ডালিম কুমার ঘরামী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি অসিম মৃধাসহ আরো অনেকে শোক সম্ভ্রান্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। মৃত্যুকালে তিনি ২ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাযা শেষে তার পারিবাকিরক গোরস্থানে দাফন করা হয়।