রাজনীতি

জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবকলীগের খাদ্য সামগ্রী বিতরণ

By Daily Satkhira

August 14, 2017

প্রেস বিজ্ঞপ্তি : ১৫ আগষ্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাতক্ষীরা জেলা শাখার উদ্যেগে জাতীয় শোক দিবসের দিন দুপুরে গরীব ও দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণের লক্ষে গতকাল রবিবার বিকাল ৫ টায় জেলা স্বেচ্ছাসেবকলীগের অস্থায়ী কার্যালয়ে পৌর স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা শেখ মারুফ হাসান মিঠু’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক জেলা ছাত্রলীগ-যুবলীগের সভাপতি শেখ সাহিদ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মীর মোস্তাক আলী, সাবেক ছাত্রলীগ নেতা কাজী আক্তার হোসেন, আবু ছালেক, এড. ফারুক হোসেন, শাহাদাত হোসেন, মতিউর রহমান, শেখ জাহাঙ্গীর কবির, স্বপন, শফি, উজ্জল, খন্দকার আনিসুর রহমান, জীনব, হযরতসহ নেতৃবৃন্দ।