সাহিত্য

কবি শাহাবুদ্দীনের বইয়ের প্রকাশনা উৎসব

By Daily Satkhira

August 14, 2017

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে কবি শাহাবুদ্দীনের ভারসাম্য শুন্য পংক্তিমালা বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে জেলা অফিসার্স ক্লাবে সব্যসাচী আবৃত্তি সংসদের সাতক্ষীরার আয়োজনে সব্যসাচী আবৃত্তি সংসদের সভাপতি হেনরী সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বইয়ের মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এন.এম মঈনুল ইসলাম, মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রাবন্ধিক উপ-ভাষা গবেষক কাজী মুহম্মদ অলিউল্লাহ, আলোচক হিসবে বক্তব্য রাখেন শুভ্র আহমেদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন এন.ডি.সি আবু সাঈদ, এস.এম নাজমুল হাসান, আবু আফফান রোজ বাবু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট আসফিয়া সিরাত, কবি স.ম তুহিন, তৃপ্তি মোহন মল্লিক, কন্ঠ শিল্পি মনজুরুল হক, দিলরুবা রোজ, চিত্র শিল্পি এমএ জলিল, সাহিত্যিক সিদ্দিকুর রহমানসহ জেলা বিভিন্ন কবি ও সাহিত্যিকরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সব্যসাচী আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ছট্রু।