ফিচার

নিম্নমানের ইট খোয়া ও বালু দিয়ে তৈরি হচ্ছে কদমতলা থানাঘাটা-বিজিবি ক্যাম্প সড়ক

By Daily Satkhira

August 14, 2017

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদরের কদমতলা ভায়া থানাঘাটা হয়ে বিজিবি ক্যাম্প পর্যন্ত ২৩শ’৭০ মিটার রাস্তা পাকা করণে নিন্মমানের আমা ইট, খোয়া ও বালু ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। রাতের আঁধারে এধরনের উপকরণ ব্যবহার করছে বলে পথচারীরা জানিয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কতৃক ৫২ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণাধীন এ রাস্তায় অত্যান্ত নিন্মমানের নম্বরবিহীন ইট দিয়ে চলছে রাস্তা পাকাকরণের নির্মাণ কাজ। এলাকাবাসী ও পথচারীদের অভিযোগ কতৃপক্ষের যোগসাজসেই এমন অনিয়ম ও দুর্নীতি। লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া বাবু জানান, কাজটি আমার ইউনিয়নের মধ্যে বলে একাধিক ব্যক্তি রাস্তা পাকা করণে নিন্মমানের আমা ইট, খোয়া ও বালু ব্যবহারের অভিযোগ করেছে। এব্যাপারে ঠিকাদার শেখ সিরাজুল হকের সেলফোনে যোগাযোগ করা হলে তার ব্যবহারিত ফোনটি বন্ধ পাওয়া যায়। তার ম্যানেজার মুজিবুর রহমান জানান, আমার খোয়া দেওয়ার কথা আমি ভাটা থেকে খোয়া এন দিচ্ছি। জনগণ বলছে ইট এনে খোয়া করতে পারবোনা। দরকার হলে ভাটায় ইট হলে তখন কাজ করবো। এব্যাপারে সদর উপজেলা প্রকৌশলী এম জাহাঙ্গীর আলম জানান, আমাদের সহকারী প্রকৌশলী জাহানারা কাজটি দেখছে। আমি তার সাথে কথা বলব এবং যদি নিন্মমানের সামগ্রী ব্যবহার করে তবে ব্যবস্থা নেওয়া হবে। এব্যাপারে সচেতন মহল ও সাধারণ পথচারীরা বলছে এধরনের নিন্মমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ হলে এ রাস্তা এক মাস ও টিকবে না। খুব দ্রুত এ রাস্তা নষ্ট হয়ে যাবে। রাস্তাটির কাজ সিডিউল অনুযায়ী করার দাবি জানিয়েছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।