আন্তর্জাতিক

অত্যাধুনিক সমর সজ্জায় ভারতকে সাজাতে প্রস্তুত আমেরিকা

By Daily Satkhira

August 14, 2017

সামরিক ক্ষেত্রে উন্নতির জন্য ভারতকে সব রকমের সাহায্য করতে প্রস্তুত আমেরিকা৷ তারা চায় মার্কিন প্রযুক্তির সাহায্যে নিজ বলে বলিয়ান হয়ে উঠুক ভারত৷ সংবাদ সংস্থা পিটিআইকে সাক্ষাৎকার দেওয়ার সময় এমনই জানিয়েছেন, মার্কিন প্যাসিফিক কমান্ডার তথা পাকম অ্যাডমিরাল হ্যারি হ্যারিস৷ তাঁর কথায় প্রকাশ পেয়েছে, দীর্ঘ কয়েক দশক ধরে আমেরিকার সঙ্গে ভারতের সামরিক বাণিজ্যের কথা৷ তিনি জানিয়েছেন, আগে দু’দেশের মধ্যে ১৫ বিলিয়ন আর্থিক বিনিয়োগ হত৷ যা আগামী কয়েক বছরে আরও কয়েক গুন বাড়বে বলে আশা প্রকাশ করেছেন তিনি৷

বর্তমানে দু’পক্ষের মধ্যে যে ধরনের সামরিক সহযোগিতা বজায় রয়েছে তাতে বেশ উৎফুল্ল হ্যারি হ্যারিস৷ ভারত ও মার্কিন নৌ বাহিনীর মধ্যে হওয়া মালাবার সামরিক মহড়ার কথা তাঁর কথায় বারংবার উল্লেখ করেছেন তিনি৷ এই নৌ মহড়া দু’দেশের সেনাকেই মজবুত ভিতের উপর দাঁড় করাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি৷ প্রথমে মালাবার মহড়ায় ভারত-আমেরিকা থাকলেও, এখন এই মহড়ার অংশ হয়েছে জাপান৷ যা বাড়তি শক্তি জুগিয়েছে বলে উল্লেখ করেন পাকম অ্যাডমিরাল হ্যারি হ্যারিসের৷ এই মহড়ায় যাতে অস্ট্রেলিয়াও অংশ গ্রহণ করে সেই চেষ্টাও তিনি চালাচ্ছেন৷

ভারত ও আমেরিকার মধ্যে হওয়া নানান নৌ মহড়ার কথা বারবার উল্লেখ করেছেন হ্যারি হ্যারিস৷ কখনও হাওয়াই দ্বীপে হওয়া Rim of the Pacific Exercise (RIMPAC) বা ভারত মহাসাগরে হওয়া ভারত-আমেরিকা যৌথ নৌ-মহড়া৷

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন