ফিচার

সাতক্ষীরায় জন্মাষ্টমীতে পূজা উদ্যাপন পরিষদের বর্ণাঢ্য র‌্যালি

By Daily Satkhira

August 14, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে হিন্দুধর্মালম্বীদে মহাউৎসব ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৩ তম শুভ জন্মাষ্টমী উৎসব-২০১৭ উপলক্ষ্যে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের কাটিয়াস্থ সদর সার্বজনীন পুজা মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ জেলা আহবায়ক কমিটির আয়োজনে জেলা পুজা উদ্যাপন পরিষদের আহবায়ক সুভাষ চন্দ্র ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মঙ্গল শোভা যাত্রা উদ্বোধন ও বক্তব্য রাখেন সদর-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘দেশের সকল মানুষের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার দেশের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সাম্প্রদায়িক সম্প্রীতি আরো সমুন্নত রাখতে বদ্ধপরিকর।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার, সদর থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মদ, হিন্দু, বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মুখার্জী, জেলা মন্দির সমিতির সভাপতি মঙ্গল কুমার পাল প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পুজা উদ্যাপন পরিষদের যুগ্ম সম্পাদক গৌর চন্দ্র দত্ত, নয়ন কুমার সানা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ. সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম রেজাউল ইসলাম, শিক্ষক সমরেশ কুমার দাস, শঙ্কর কুমার রায়, সদর সার্বজনীন পুজা মন্দিরের সাংগঠনিক সম্পাদক সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টু, প্রভাষক তপন কুমার শীল প্রমুখ। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভা যাত্রা বের হয়ে পুরাতন সাতক্ষীরা জেলা মন্দিরে গিয়ে শেষ হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পুজা উদ্যাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এড. অনিত মুখার্জী।