রাজনীতি

শোক দিবস উপলক্ষ্যে জেলা ছাত্রলীগের উদ্যোগে রক্তদান কর্মসূচি

By Daily Satkhira

August 14, 2017

নিজস্ব প্রতিবেদক : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের উদ্যোগে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় জেলা ছাত্রলীগ কার্যালয়ে এ রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সাতক্ষীরা সদর -২ আসনের দলীয় মনোনয়ন প্রার্থী শেখ সাহিদ উদ্দীন, জেলা যুবলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসাইন সুজন, সাধারণ সম্পাদক শেখ এহছান হাবিব অয়ন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আহছান হাবিব লিমু, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মিঠুন ব্যনার্জী, সাধারণ সম্পাদক আবু তাহের এবং সদর হাসপাতালের প্যাথলজী বিভাগের রবীন্দ্রনাথ প্রমুখ।