সাতক্ষীরা

সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন কালিগঞ্জের চকদরি স: প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

By daily satkhira

October 02, 2016

প্রেসবিজ্ঞপ্তি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চকদরি খড়িতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ ঘোষের বিরুদ্ধে একই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকাকে নানাভাবে হয়রানির অভিযোগ উঠেছে। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সেলিনা সুলতানা এই অভিযোগ করেন। এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, তিনি ওই বিদ্যালয়ে ০১/৪/১৩ তারিখ হতে কর্মরত আছেন। ২০১৬ সালের ফেব্র“য়ারি মাসে একই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন আশুতোষ ঘোষ। ওই বিদ্যালয়ে ৩জন শিক্ষক থাকলেও একজন রয়েছেন পি.টি আই প্রশিক্ষণে। বিদ্যালয়ে সব সময় অত্যন্ত আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করলেও প্রধান শিক্ষক আশুতোষ ঘোষ তাকে নানাভাবে হয়রানি করতে থাকেন। এরই মধ্যে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় শিক্ষিকা সেলিনা সুলতানাকে বেড রেস্টের পরামর্শ দেন ডা. আকছেদুর রহমান। এর প্রেক্ষিতে তিনি ছুটির সকল নিয়ম মেনে কালিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসারের কাছে ১৮/৯/১৬ তারিখে ১৫ দিনের ছুটির আবেদন করেন। তখন শিক্ষা অফিসার ছুটির আবেদন প্রধান শিক্ষকের সুপারিশ গ্রহণের জন্য বিদ্যালয়ে পাঠান। কিন্তু প্রধান শিক্ষক ওই আবেদন রিসিভ করেননি। এরই মধ্যে প্রধান শিক্ষক আশুতোষ ঘোষ স্থানীয় কতিপয় ব্যক্তিকে নিয়ে সেলিনা সুলতানার বিরুদ্ধে নানা অপপ্রচার ছড়াতে থাকেন। পরে শিক্ষা অফিসার ১৯/৯/১৬ তারিখে ৭৭৯নং স্মারকে ছুটির আবেদনে সংযুক্ত প্রেসক্রিপসনের সঠিকতা যাচাই করার জন্য সাতক্ষীরা সিভিল সার্জন বরাবর প্রেরণ করেন। সিভিল সার্জন মেডিকেল বোর্ডের মতামত সাপেক্ষে অসুস্থতার সত্যতা স্বীকার করে ২৬/৯/১৬ তারিখে কালিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার বরাবর একটি প্রতিবেদন প্রদান করেন। এরপর শিক্ষা অফিসার ২৭/৯/১৬ তারিখে ছুটি মঞ্জুর করেন। কিন্তু প্রধান শিক্ষক ১৮/৯/১৬ তারিখ থেকে হাজিরা খাতায় তাকে অনুপস্থিত দেখাচ্ছে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, প্রধান শিক্ষক আশুতোষ ঘোষ একজন চরিত্রহীন ব্যক্তি। ইতোপূর্বে চারিত্রিক কারণে তিনি ১৮ বার বিভিন্ন বিদ্যালয় থেকে বিতাড়িত এবং কয়েকবার চাকরি থেকে সাময়িক বরখাস্ত হন। তিনি প্রতিনিয়ত ওই শিক্ষিকাকে বিদ্যালয় ছুটির পরও তার ব্যক্তিগত কাজে সময় দিতে বলেন। এছাড়াও ওই প্রধান শিক্ষক তার ব্যক্তিগত ভ্যানেটি ব্যাগ তল¬াশী করেন। সংবাদ সম্মেলনে ওই শিক্ষিকা প্রধান শিক্ষক আশুতোষ ঘোষের ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেতে সংশি¬ষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।