কলারোয়া

কলারোয়ায় জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

By Daily Satkhira

August 14, 2017

মোঃ রাজিবুল ইসলাম : সোমবার দিনব্যাপী কলারোয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মহাবতার ভগবান শ্রী শ্রী কৃষ্ণের ৫৩৪৩তম আবির্ভাব তিথি উপলক্ষ্যে বিভিন্ন উৎসবে জন্মাষ্টমী পালন করা হয়েছে। পৌরসভাধীন উত্তর মুরারীকাটি পালপাড়া পূজামন্ডপ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ। কলারোয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহার সভাপতিত্বে মাঙ্গলিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দেব নাথ, কলারোয়া পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আশিকুর রহমান মুন্না ও যুগ্ম আহবায়ক রেজানুরজ্জামান লিটু। পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সন্তোষ পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্ধেশ্বর চক্রবর্তী, সহ-সভাপতি সুনিল সাহা ও নিরঞ্জন পাল, যুগ্ম সম্পাদক হরেন্দ্র নাথ রায়, সাংগঠনিক সম্পাদক নিরঞ্জন ঘোষ, শ্রী শ্রী ব্রক্ষ্ম হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমের সভাপতি অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র, সাধারণ সম্পাদক সন্দীপ রায়, আয়োজক কমিটির আহবায়ক দিলীপ অধিকারী, যুগ্ম আহবায়ক মাস্টার উত্তম কুমার পাল, কোষাধ্যক্ষ নিখিল অধিকারী, সদস্য সচিব মাস্টার প্রদীপ পাল, যুগ্ম সদস্য সচিব সুফল দাস, প্রচার সচিব জয় দাস, সাবেক উপজেলা ছাত্রলীগের নেতা ফরিদুজ্জামান খাঁন ফরিদ, সাংবাদিক রাজিবুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন তাপস পাল, বিশাখা তপন সাহা, জয়দেব সাহা, রামপ্রসাদ সাহা, মহেন্দ্র দাস, নিরাঞ্জন সরকার, ভগিরথ দাস, গোপাল ঘোষ, পঙ্কজ ঘোষ, নিরাপদ দাস, গোবিন্দ মন্ডল, অর্জুন দাস, নিরাঞ্জন পাল, সহদেব দাস, নয়ন রঞ্জন মজুমদার, সত্যপদ দাস, পরিমল পাল, দেবব্রত মজুমদার, দেবপাত্র, রনজিৎ দত্ত, অশোক চক্রবর্তী, সুভাষ আমিন, মধুসূদন মন্ডল, অচ্যুৎ বসু, নীলমনি ঘোষ, শ্রীরঞ্জন ঘোষ, গোপাল চন্দ্র দে, সুভাষ পাল, উত্তম পাল, অশোক বিশ্বাস, রিপন কুমার রায়, কালিপদ কর্মকার, নিরঞ্জন ঘোষ, মনিষ ঘোষ, বিশ্বনাথ ঘোষ, সুজন দাস, লক্ষ্মন পাল, তৈলক্ষ্ম পাল, শংকর পাল, হরেন্দ্র নাথ পাল, শ্রীকান্ত পাল, দুলাল পাল, গোষ্ট পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক নিত্য গোপাল রায়সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভক্তবৃন্দ। এর আগে সকালে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে দিবসটির সূচনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্ধেশ্বর চক্রবর্তী। পরে সেখানে যশোরের চুড়ামনকাটির বিশ্বম্ভর দাসের আলোচনায় ভক্তিগীতি ও ভজনকীর্তনের আয়োজন করা হয়। দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা কলারোয়া পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।