নিজস্ব প্রতিবেদক : শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীতে সাতক্ষীরার বানিজ্য ভান্ডারে যুক্ত হলো আরও একটি অভিজাত বস্ত্র বিপনী প্রিয় গোপাল- ২। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সোমবার সকাল ১১টায় সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে যাত্রা করলো প্রতিষ্ঠানটি। শহরের কেন্দ্রবিন্দু শহীদ মুক্তিযোদ্ধা আলাউদ্দিন চত্বর এলাকায় শত বছরের প্রাচীন প্রতিষ্ঠান ফ্রেন্ডস ড্যামাটিক ক্লাবের নবনির্মিত বহুতল ভবনের নিচ তলায় সুপ্রশস্ত পরিসরে প্রিয়গোপাল- ২ তার বানিজ্য সম্ভার উন্মুক্ত করে দিয়েছে ক্রেতা সাধারণের জন্য। এর স্বত্ত্বাধিকারী সফল ব্যবসায়ী সত্যজিৎ ঘোষ। সোমবার বেলা ১২টায় নিউ মার্কেটস্থ ফ্রেন্ডস ড্রামেটিক্স ক্লাবের নিচ তলায় ফিতা কেটে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ বস্ত্র বিপনীর উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। প্রিয় গোপালের সত্ত্বাধিকারী বিশ্বনাথ ঘোষের সভাপতিত্বে ও স্বপন কুমার শীলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা শ্রমিকলীগের সভাপতি সাইফুল করিম সাবু, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ। এ সময় উপস্থিত ছিলেন নিজামুল হক সিদ্দীকি, প্রফেসর সুকুমার দাস, রঘুজিৎ গুহ, সাংবাদিক সুভাষ চৌধুরী, প্রাণ নাথ দাশ, ধীরু ব্যানার্জী, এড. সোমনাথ ব্যানার্র্র্জী, নিত্যনন্দ আমিন, গোষ্ঠ বিহারী মন্ডল, সন্দীপ হাজারীসহ বিভিন্ন ব্যবসায়ী, চাকরীজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি বলেন, ক্রম বর্ধিষ্ণু সাতক্ষীরা শহরে প্রিয়গোপাল তার অভিজাত পোশাক সামগ্রী ও বস্ত্র ভা-ার নিয়ে ক্রেতা সাধারণের চাহিদা মেটাতে সক্ষম হবে। তিনি বলেন এখন দিনের পরিবর্তন হয়েছে, সমাজে পরিবর্তন এসেছে, মানুষের রুচিরও পরিবর্তন ঘটেছে। প্রিয়গোপাল- ২ জনগনের সেই চাহিদা পূরণে কাজ করে যাবে বলে মন্তব্য করেন তিনি।