রাজনীতি

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা তাঁতীলীগের আলোচনা সভা

By Daily Satkhira

August 14, 2017

নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা তাঁতীলীগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা তাঁতীলীগের সভাপতি মীর আজাহার আলী শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান আলোচক ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইঞ্জি: শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দীন, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জজ কোর্টের পিপি ওসমান গনি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মারুফ হাসান মিঠু, দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান, জেলা তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক তুহিন খান, সাবেক ছাত্রলীগ নেতা কাজী আক্তার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটু, জেলা যুব মহিলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর ফারহা দিবা খান সাথী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, শ্যামনগর উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মারুফ, দেবহাটা উপজেলা তাঁতীলীগের আহবায়ক এস এম নাসির উদ্দীন, কলারোয়া উপজেলা তাঁতীলীগের আহবায়ক অধ্যক্ষ বেলাল হোসেন আবির, আশাশুনি তাঁতীলীগের আহবায়ক এম এম সেলিম রেজা, পৌর তাঁতীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী মারুফ, সহ-সভাপতি নুর জাহান সাদিয়া, সাধারণ সম্পাদক ক্যাপ্টেন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মাসুদ আলী ও শেখ ফিরোজ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম হাসা, দপ্তর সম্পাদক অমিত পারভেজ, ৪নং ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি মোঃ হেলাল উদ্দীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক লিটন, ৫নং ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি মোঃ ইদ্রীস আলী, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, ৭নং ওয়ার্ড তাঁতীলীগের সাধারণ সম্পাদক রাজিব গাজী সহ আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, আগস্ট মাস বাঙালি জাতির শোকের মাস। এ মাসেই বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এদেশেরই কিছু কুচক্রী মহল নির্মমভাবে স্বপরিবারে হত্যা করে যেটা জাতি হিসাবে আমরা লজ্জিত। দেশের পদ্মা সেতু, রাস্তাঘাটসহ সকল প্রকার উন্নয়নের ধারাবহিকতা অব্যহত রাখতে আগামী জাতিয় সংসদ নির্বাচনে আবারও আমাদের সকল ভেদাভেদ ভুলে নৌকাকে বিজয়ী করার মাধ্যমে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।