আশাশুনি ব্যুরো: আশাশুনিতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে সদর ইউনিয়ন পরিষদ চত্তরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, পরিষদের সভাপতি অবঃপ্রাপ্ত প্রধান শিক্ষক নীলকন্ঠ সোম। উদ্বোধক হিসাবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা। প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন আন্তর্জাতিক ভাবনামৃত সংঘ (ইস্কন) বাংলাদেশ ন্যাশনাল কমিটির সহ-সভাপতি পরম পুরুষ কৃষ্ণদাশ ব্রহ্মচারী। সাংবাদিক অসীম বরণ চকবর্তী ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিৎ বৈদ্যের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য এবং শিক্ষা বিভাগ স্থায়ী কমিটির সভাপতি এস এম দেলোয়ার হোসাইন, জেলা পরিষদের সদস্য এবং ত্রান, দুর্যোগ ব্যবস্থাপনা, এনজিও কার্যক্রম ও আত্মকর্মসংস্থান স্থায়ী কমিটির সভাপতি মহিতুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা মিলন, কুল্যা ইউপি চেয়ারম্যান এস এম রফিকুল ইসলাম, বড়দল ইউপি চেয়ারম্যান আঃ আলিম মোল্যা, এসআই প্রদীপ কুমার, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী, আশাশুনি প্রেসক্লাব উপদেষ্টা একেএম এমদাদুল হক। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় এবং বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ শেষে সদর রাম মন্দিরে গিয়ে শেষ হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক নিরঞ্জন কুমার মন্ডল ও সদস্য সচিব গোপাল কুমার মন্ডল।