নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের খোঁজখবর নিতে সরাসরি সেখানে গেলেন বাংলাদেশ আ ’লীগের উপদেষ্টাম-লীর সদস্য ও কেন্দ্রীয় জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সভাপতি সাবেক স্বাস্থ্য মন্ত্রী প্রফেসর ডা. আ ফ ম রুহুল হক এমপি এবং সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ ’লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। সোমবার সন্ধ্যায় তারা সাতক্ষীরা সরকারি শিশু পরিবারে গিয়ে সেখানকার এতিম শিশুদের সাথে কথা বলেন এবং তাদের থাকা-খাওয়া, খেলাধুলা ও পড়াশুনার সার্বিক খোঁজখবর নেন। এসময় এমপি রুহুল হক বলেন, “জননেত্রী শেখ হাসিনা শিশুদের প্রতি প্রচ- আবেগপ্রবণ। সরকার পরিচালনার মত গুরুত্বপূর্ণ কাজের মধ্যেও তিনি সার্বক্ষণিক সাতক্ষীরার অসুস্থ শিশু মুক্তামণির চিকিৎসার দিকে নজর রাখেছেন, খোঁজ নিচ্ছেন। এই সাতক্ষীরা সরকারি শিশু পরিবারেও কত চমৎকার অবকাঠামো, আবাসস্থল এবং সুবিধা দিয়ে রেখেছেন। অথচ এখানে সরকারের দেয়া সুবিধা থেকে এতিম শিশুদের বঞ্চিত করা হয়েছিল। এতিমদের প্রতি সকলকে সদয় হতে হবে। তাদেরকে আগামী দিনের বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি বিত্তবানরাও ভূমিকা রাখতে পারেন। আর এখানে দায়িত্বরত সরকারি কর্মচারীদের অবশ্যই নিজের সন্তানের মত এতিম শিশুদের মানুষ করতে হবে।” এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আ ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা পৌর আ ’লীগের সভাপতি আবু সায়ীদ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা আ হ ম তারেক উদ্দীন, ডেইলি সাতক্ষীরা’র সম্পাদক হাফিজুর রহমান মাসুম, পৌর আ ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, সাতক্ষীরা সদর উপজেলা আ ’লীগের প্রচার সম্পাদক হাসান হাদী, শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা হারুন অর রশিদ প্রমুখ।