কালিগঞ্জ

কালিগঞ্জে জম্মাষ্টমী উৎসব পালিত

By Daily Satkhira

August 14, 2017

কালিগঞ্জ ব্যুরো : প্রতি বছরের ন্যায় এ বছরও কালিগঞ্জে ধর্মীয় ভাবগম্ভীর্য ও আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে মহাবতার ভগবান শ্রী শ্রী কৃষ্ণের ৫২৪৩ তম জম্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বাস টার্মিনাল সংলগ্ম কালিমন্দির চত্ত্বর থেকে সোমবার বেলা সাড়ে ১১টায় ধর্মীয় শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। পরে বর্ণাঢ্য শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খানবাহাদুর আহছানউল্লা সেতু সংলগ্ম বঙ্গবন্ধু ম্যুরালের পাদদেশে উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক সজল মুখার্জির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক রনজিত সরকার ও নারায়ন চন্দ্র চক্রবর্তী রাজিবের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। এসময় তিনি বলেন, হিন্দু সম্প্রদয়ের উৎসব পূজা পার্বন, আর মুসলমানের ঈদসহ অন্যান্য ধর্ম। আমরা সবাই বাঙ্গলি এ কথা ভুলে গেলে চলবেনা। সকলে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে একই সাথে বসবাস করতে হবে। হাজার বছর পূর্বে পাশবিক শক্তি যখন ন্যায়নীতি সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্ব্যত হয়েছিল, সেই সময় মানব জাতির কল্যাণে সমাজ সংস্কারক হিসাবে মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের আর্বিভাব ঘটেছিল। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল ধর্মের মানুষদের দেশের উন্নয়নের জন্য কাজ করার আহবান জানিয়েছেন। হিন্দু সম্প্রদায় কে সংখ্যালঘু বলা যাবে না, তারাতো এ দেশেই জন্মগ্রহণ করেছে একই সমাজে সুখে শান্তিতে বসবাস করছে। এই দেশের আলো বাতাস মেখে বড় হয়েছে তারা আমাদের ভাই, আমরা সকলে মিলে মিশে দেশের উন্নয়ন ঘটাতে চাই। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, পূজা উদ্যাপন পরিষদ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ডা: মিলন কুমার ঘোষ, উপজেলা হিন্দু, বৈদ্য ঐক্য পরিষদের সভাপতি গোবিন্দ মন্ডল প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক সনৎ কুমার গাইন, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সুমন।