দেবহাটা

দেবহাটায় বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপন

By Daily Satkhira

August 15, 2017

দেবহাটা ব্যুরো : “সাধুগনের পরিত্রাণ দুষ্টদিগের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ন হই” শ্রীকৃঞ্চের এই বানীকে সামনে রেখে দেবহাটায় মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের আবিভাব তিথি শুভ জন্মষ্টমী উদযাপন হয়েছে। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দেবহাটা পাটবাড়ী শ্রী শ্রী গোকুলানন্দ আশ্রম ও কোঁড়া দাশপাড়া সনাতন ধর্মাবলম্বীদের হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মষ্টমী উৎযাপিত হয়। শ্রী কৃষ্ণের পবিত্র জন্মতিথি জন্মষ্টমী হওয়ায় এটি হিন্দু ধর্মমাবলম্বীদের অন্যতম প্রচীন ধর্মীয় উৎসব। অনুষ্ঠানের শুভ সূচনা হয় মঙ্গল শোভাযাত্রার মধ্যদিয়ে। উক্ত শোভাযাত্রাটি দেবহাটা পাট বাড়ি হতে দেবহাটা কলেজ মোড় প্রদক্ষিণ করে মঙ্গল প্রদীপ প্রজ্জালন, আরতি কীর্ত্তন, ভজন কীর্ত্তন অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন,দেবহাটা পাট বাড়ি মন্দির কমিটির সভাপতি ডাঃ বাবু দেবপ্রসাদ মন্ডল, সহ-সভাপতি ডাঃ সরজিৎ পাল, সাধারণ সম্পাদক প্রভাষক বাবু স্বপন মন্ডল, কোষাধাক্ষ লক্ষীকান্ত দত্ত, প্রচার সম্পাদক কর্ণদেব মন্ডল, সেবাহীত স্বপন গোস্বামী ও রতন গোস্বামী, কীত্তন দল ম্যানেজার কার্তিক দাস, সঞ্জয় গোস্বামী, গোপাল গোস্বামী, মোহন, বিশ্বনাথ দাস, নারায়ণ কৃষ্ণ দাস, দেবহাটা থানার উপরিদর্শক উজ্ঝল দত্ত, হাবিবুর রহমান, এসআই মাজরিহা হোসাইন, এসআই আল-আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।