সাতক্ষীরা

৭দফা দাবিতে রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি

By daily satkhira

October 02, 2016

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌরসভার সকল রাস্তায় চলাচলকারি মোটর চালিত রিক্সা ও ভ্যানের নিবন্ধন ও পুলিশি হয়রানি বন্ধসহ সাত দফা দাবিতে স্মারকলিপি পেশ করেছে সাতক্ষীরা জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন। রোববার দুপুর ১২টায় তারা সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহম্মেদ চিশতির কাছে এ স্মারকলিপি পেশ করে। এ সময় কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্মারকলিপি প্রদানকালে রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মোমিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর ও যুগ্ম সাধারণ সম্পাদক মিলন বলেন, বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে বা স্ত্রীর গহনা বন্ধক রেখে শহরের প্রায় দু’ হাজারের বেশি ভ্যান চালক তাদের গাড়িতে মোটর লাগিয়েছেন। প্রতিদিন রোজগার করে ঋণের কিস্তির টাকা পরিশোধের পাশাপাশি সন্তানদের লেখাগড়া খরচ, চিকিৎসা ও সংসার খরচ নির্বাহ করতে হয়। এহেন এক পরিস্থিতিতে গত রমজানের ঈদের আগে কোন বিকল্প ব্যবস্থা না করেই শহরে ও বিভিন্ন উপজেলার প্রধান প্রধান সড়কে ব্যাটারি চালিত ভ্যান ভাঙচুরের পাশাপাশি চালকদের মারপিট করতে শুরু করেন। এতে যোগ দেয় পরিবহন শ্রমিকরা। একপর্যায়ে ব্যাটারি চালিত ভ্যান, ইঞ্জিনচালিত ভ্যান ও ইজি বাইক চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে সাংসদ আ.ফ.ম রুহুল তকসজ কয়েকজনের আন্তরিকতায় রমজানের ঈদের কয়েকদিন আগে থেকে ওইসব যানবাহন চলাচল আবারো শুরু করা হয়। এরপর থেকে তারা ভালই ছিলেন। কিন্তু প্রশাসন সম্প্রতি মাইকিং করে আবারো ওইসব গাড়ি বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়। শনিবার শহরের বিভিন্ন পয়েন্টে পরিবহন শ্রমিকদের সহায়তায় কয়েকটি ভ্যান ভাঙচুর করা হয়। ফলে ভ্যান চালকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। তারা ব্যাটারি ভ্যান বন্ধ করে  দিতে বাধ্য হয়। এ মতাবস্থায় তারা বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সম্মিলিত পেশাজীবি সংগঠনসহ ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও পৌর মেয়রের হস্তক্ষেপ কামনা করেন। এরই অংশ হিসেবে তারা রোববার দুপুরে সাতক্ষীরা পৌর মেয়রের কাছে সাত দফা দাবিতে স্মারকলিপি পেশ করেছেন। সাতদফা দাবির মধ্যে রয়েছে অবিলম্বে পৌরসভাধীন সকল রাস্তায় চলাচলকারি অটোভ্যান বা রিক্সা নিয়ন্ত্রণের লক্ষে নিবন্ধন প্রদান করতে হবে। সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যে পৌর রাস্তায় চলাচলকারি সকল অটো ভ্যান বা রিক্সার উপর পুলিশি হয়রানি বন্ধ করতে হবে। সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বয়ে অটোভ্যান বা রিক্সা চালকদের স্বল্প মেয়াদী প্রশিক্ষণ ও পরিচয়পত্র প্রদান করতে হবে। অটোভ্যান বা রিক্সার নিবন্ধন ও পরিচয়পত্রের বিপরীতে সহনীয় মাত্রায় ফি বা কর নির্ধারণ করে সরকারের রাজস্ব বৃদ্ধি করতে হবে। শহরের বিভিন্ন রাস্তায়/কর্ণারকে চিহ্নিত করে নির্দিষ্ট সংখ্যক অটো থেকে ভ্যান বা রিক্সা স্ট্যাণ্ড নির্ধারণ করতে হবে। শহরের রাস্তা প্রশস্তকরণের লক্ষে অবৈধভাবে দখলকৃত ফুটপাত দখলমুক্ত করে পথচারি চলাচল নির্বিঘœ ও জানজটের নিরসন এবং একটি নীতিমামলা প্রণয়ন করে অটো ভ্যান বা রিক্সার উপযোগী নির্মাণ কাঠামো নির্ধারণ, গতিবেগ ও সীমা নিয়ন্ত্রণ করে শব্দ দুষণ ও দুর্ঘটনা এড়াদে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের (ইনু) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, জেলা নাগরিক সমাজের সভাপতি অধ্যাপক আনিছুর রহিম, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা সদর শাখার সভাপতি অ্যাড. ফাহিমুল হক কিসলু, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সাতক্ষীরা শাখার সভাপতি নিত্যানন্দ সরকার, সমন্বয়কারি অ্যাড. আজাদ হোসেন বেলাল, শ্রমিক নেতা হারুণ অর রশিদ, সিপিবি’র সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ। স্মারকলিপি পাওয়ার পর পৌর মেয়র তাজকিন আহম্মেদ চিশতি সকলের উদ্দেশ্যে বলেন, গরিব মানুষের হক রক্ষায় তিনি প্রশাসনের সকল স্তরে কথা বলবেন। তবে বিষয়টি নিয়ে যাতে একটি সুন্দর সমাধানে আসা যায় সেজন্য সকলকে গঠণমুলক আলোচনায় বসতে হবে।