তোষিকে কাইফু/তরিকুল ইসলাম লাভলু : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকতে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য আলহাজ্জ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি ১৫ আগস্ট ভয়াল রাতের কথা স্বরণ করে বলেন, আজ ১৫ আগস্টের রাতটি ইতিহাসের পাতায় রক্তে লেখা অন্ধকারতম একটি অধ্যায়। বাংলাদেশ ও বাঙালির সবচেয়ে হৃদয়বিদারক ও মর্মস্পর্শী শোকের দিন আজ। প্রতিবছর ১৫ আগস্ট আসে বাঙালির হৃদয়ে শোক আর কস্টের দীর্ঘশ্বাস হয়ে। এই দিনটি ইতিহাসের বেদনাবিধুর ও বিভীষিকাময় দিন। ১৯৭৫ সালের এইদিন অতিপ্রত্যুষে ঘটেছিল ইতিহাসের সেই কলঙ্কজনক ঘটনা। সেদিন ঘাতক বাহিনীর হাতে প্রাণ দিয়েছিলন বাঙালির ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান,স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর সপরিবার। এমনকি তাঁর পরিবারের ছয় বছরের শিশু থেকে শুরু করে আন্তঃত্বা নারীও সেদিন ঘাতকদের গুলি থেকে রেহায় পায়নি। ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বর বাসভবনে বঙ্গবন্ধু সপিরবারে নিহত হলেও সেদিন আল্লাহর অসীম কৃপায় দেশে না থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা এবং কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট যেন পাখির কান্নার শব্দে ঘুম থেকে জেগে উঠেছিলে বাঙালি জাতি। বাঙালির ইতিহাসে এই দিনটি রক্তে লেখা অন্ধকারতম একটি অধ্যায়। বাঙালি জাতি আজ গভীর শোক ও শ্রদ্ধায় তার শ্রেষ্ঠ সন্তানকে স্বরণ করবে।
মোঙ্গলবার (১৫ আগস্ট) সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি তারিকুল ইসলামের তত্ত্বাবধানে নলতা ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল অঙ্গসংগঠনের আয়োজনে স্বাধীনতার স্থপতি,হাজার বছরের শ্রেষ্ট বাঙালী শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নলতা হাটখোলায়, ১মিনিট নিরবতা পালন, শোক র্যালী, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ আনিছুজ্জামানের সভাপতিত্বে জাতীয় ও কালোপতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করার পর শোক র্যালী নলতা হাটখোলা থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নলতা হাটখোলায় এসে আলোচনা সভায় মিলিত হয়। উক্ত র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্জ অধ্যাপক ডাঃ আফম রুহুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, নলতা ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি তারিকুল ইসলাম,সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য এস.এম আসাদুর রহমান সেলিম,তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট,চম্পাফুল ইউপির সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান,নলতা ইউনিয়ন মহিলা আ’লীগের সভানেত্রী খোদেজা খাতুন,কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিএম সাইফুল ইসলাম, আ’লীগ নেতা হাবিবুর রহমান হাবু,নলতা ইউনিয়ন আ’লীগের ১নং ওয়ার্ড সভাপতি আজিজ হাসান,সাধারণ সম্পাদক শমসের আলী,৬নং ওয়ার্ড সভাপতি আঃ জব্বার,৯নং ওয়ার্ড সভাপতি আঃ রহিম,৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমূখ। নলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফিরোজ শাহরিয়ারের সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন,মুফতি মাওঃ আঃ রহিম। অনুষ্ঠান শেষে তাবারুক বিতরণ করা হয়। এছাড়াও নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজে অধ্যক্ষ তোফায়েল আহমেদ’র (ভারপ্রাপ্ত) তত্ত্বাবধানে জাতীয় ও কালো পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ, শোক র্যালী,আলোচনা সভা,রচনা প্রতিযোগিতা,কুইজ প্রতিযোগিতা,স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আফম রুহুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। এছাড়াও ইন্দ্রনগর হুসাইনাবাদ সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার বাংলা প্রভাষক রফিকুল ইসলামের (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) সার্বিক ব্যবস্থাপনায় স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ,কাজলা গরীবুল্লাহ বিশ্বাস দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।