নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলার ব্যবসায়ী ও পেশাজীবীদের সাথে আয়কর বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩টায় সাতক্ষীরা চেম্বার অব কামার্সে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা কর অঞ্চলের কমিশনার ইকবাল হোসেন। কর অঞ্চল খুলনার আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু, আয়কর আইনজীবী সমিতির এড. সামসুল হক। এছাড়া উপস্থিত ছিলেন, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি শেখ কামরুজ্জামান মুকুল, পরিচালক কাজী মনিরুজ্জামান মুকুল, সহিদুল হোসেন, জি.এম মনিরুল ইসলাম মিনি, সৈয়দ শাহিনুর আলী, শেখ কামরুল হক চঞ্চল, গোলাম আজম জাহিদুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা বলেন, দেশ ও জাতিকে উন্নত করতে আয়করের বিকল্প নেই। দেশের উন্নয়নে আয়কর যথাসময়ে পরিশোধ করা খুবই গুরুত্বপূর্ণ। দেশে সমৃদ্ধির সোনালী দিন আনতে সকলকে সঠিক সময়ে আয়কর প্রদান করার আহ্বান জানান বক্তারা।