প্রেস বিজ্ঞপ্তি : ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। ছাত্র-ছাত্রীদের মধ্যে হামদ-নাত/ভক্তিগান, আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এই প্রতিযোগিতা পরিচালনা করেন। প্রতিযোগিতা শেষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো. নজরুল ইসলাম, চেয়ারম্যান, জেলা পরিষদ, সাতক্ষীরা ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, চেয়ারম্যান উপজেলা পরিষদ, সাতক্ষীরা, মিজানুর রহমান খান রবি ও সিরাজউদ্দীন খানসহ সুধীবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আবুল বাসার। আরো উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য মো. শামসুর রহমান, লিয়াকত আলি খান, সৈয়দ রেজাউল হোসেন ও রোখসানা খাতুন। নজরুল ইসলাম বলেন,- হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী আজকের দিনে শাহাদৎ বরণ করেন। তাঁর কন্যার হাতকে শক্তিশালী করে আমাদের মহান নেতার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। আমাদের বেশি বেশি করে জাতির জনকের জীবনী পড়তে হবে। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পরিশেষে মহান নেতা ও তাঁর পরিবারের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। পরিচালনা করেন শিক্ষক মাওলানা মো. মিজানুর রহমান।