দেবহাটা

দেবহাটার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শোক দিবস পালিত

By Daily Satkhira

August 15, 2017

আরাফাত হোসেন লিটন: দেবহাটার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসকে ঘিরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শোক র‌্যালী, আলোচনাসভা, চিত্রাঙ্কন, ভিডিও প্রদর্শন, উপস্থিত বক্তব্য, বঙ্গবন্ধুর জীবন আর্দশ নিয়ে রচনা, কুইজ প্রতিযোগীতা ও দোয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খানবাহাদুর আহছান উল্লা কলেজ: উপজেলার ঐতিহ্যবাহী খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। অধ্যক্ষ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে প্রভাষক আবু তালেবের সঞ্চলনায় আইসিটি কক্ষে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ আলহাজ্জ আব্দুল মজিদ, শিক্ষকদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন বাংলা বিভাগের প্রধান পিযুষ কান্তি মল্লিক, সহকারী অধ্যাপক আলহাজ্জ এস এম হারুন-অর রশীদ, কামিদুল হোসেন, শেখ মিজানুর রহমান, স্বপন মন্ডল, আকবর আলী, আজহারুল ইসলাম, আব্দুল আজিজ, আলহাজ্জ মনিরুল ইসলাম, মইনুদ্দিন খান, আকরাম হোসেন, আলহাজ্জ মাসুদ করিম, রনঞ্জন কুমার মন্ডল, আব্দুর রহমান, ফেরদৌসি পপি, রাবেয়া খাতুন, দৌলতুননেছা পারুল, রিতা রানী প্রমূখ। এসময় সকল বিভিাগের শিক্ষক-শিক্ষিকা, কলেজ স্টাফ বৈদ্যনাথ সরদার, আলিম, মামুন, ফাতেমাসহ বিভিন্ন শিক্ষক-কর্মচারী, রোভার স্কাউট সদস্য ও অন্যান্য শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। হাজী কেয়ামউদ্দীনউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজ: উপজেলার সখিপুরস্থ হাজী কেয়ামউদ্দীন মহিলা কলেজে যথাযথ মর্যাদায় শোক দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। শোক র‌্যালী শেষে আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ আবুল কালমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মাজেদ, কলেজ প্রতিষ্ঠাতা আলহাজ্ব সালামোতুল্লাহ গাজী, মনোরঞ্জন মুখার্জি মনি বাবু। বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আব্দুর রহমান, সহকারী অধ্যাপক আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, জাহাঙ্গীর কবির, ক্রীড়া শিক্ষক মিলনী রানী প্রমূখ।

সখিপুর হাই স্কুল: দেবহাটায় সখিপুর মাধ্যমিক বিদ্যালয় বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আলোচনা সভায় সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামানের সভাপতিত্বে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন ও অন্যান্য সদস্য উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ইয়াকুব আলী, আলমগীর কবির, নির্মল কুমার গাইন, শাহিনা আখতার, রেকসোনা তরফদার, মনিকা রানী বসু প্রমুখ।

উদায় প্রি-ক্যাডেট স্কুল: দেবহাটায় ধোপাডাঙ্গাস্থ উদায়ন প্রিক্যাডেট স্কুলে শোক দিবস পালিত হয়েছে। স্কুলের সার্বিক ব্যবস্থাপনায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা আবু হাসান, প্রধান শিক্ষক ইশারাত আলী, শিক্ষক মামুন আহম্মেদ, লাবনী বিশ্বাস, সনিয়া আক্তার, সঞ্জয় সরকার, রাজা, ফতেমা খাতুন, টুকটুকি, ফরিদা খাতুন, প্রিয়াংকা, সাহানারা খাতুন প্রমূখ। চন্ডিপুর প্রি-ক্যাডেট স্কুল: উপজেলার চন্ডিপুর প্রি-ক্যাডেট স্কুলে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা করিমউল্লাহ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন দেবহাটা থানার এসআই মাজরিহা হোসাইন, শিক্ষক আবু সাঈদ, আব্দুর রশিদ, মনোজ কুমার, জয়দেব কুমার, রেশমা খাতুন, সমাপ্তি, সম্পা, ইরানি, লিপি প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা কারেন হাফেজ আব্দুল হান্নান। অনুষ্ঠান শেষে শিশুদের মাঝে খিঁচুরি পরিবেশন করা হয়।

ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়: ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতির পিতার ৪২ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকাল ৯টায় র‌্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হারুন অর রশীদ, ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক আব্দুর রব লিটু ও কেএম রেজাউল করিম, সহকারী শিক্ষক এবরান আলী, সাইফুল্লাহ আল তারিকসহ সকল শিক্ষক-শিক্ষিকারা।