খুলনা

বাগেরহাটে পুলিশ প্রহরায় আ ’লীগের দুই গ্রুপের শোক দিবস পালন

By Daily Satkhira

August 15, 2017

মো: শামীম আহসান মল্লিক, মোরেলগঞ্জ, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জে পুলিশ প্রহরায় আওয়ামীলীগের দুই গ্রুপ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম জাতীয় শোক দিবস পালন করেছে। অনাকাঙ্খিত ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ও প্রশাসনের শর্তে উভয় গ্রুপের মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ ছিল। উভয় গ্রুপের কর্মসূচি সীমাবদ্ধ ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, সমাবেশ, পথসভা, মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজের মধ্যে। এ নিয়ে উভয় গ্রুপে কর্মী সমর্থকদের মাঝে টান টান উত্তেজনা বিরাজ করে। বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মোজাম্মেল হোসেন সমর্থিত গ্রুপ সকালে মোরেলগঞ্জ বাজারের পুরাতন মাছ বাজার এলাকায় কর্মসূচি পালন করে। এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান এ্যাড.শাহ-ই আলম বাচ্চু। উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি শফিকুর রহমান লাল, ইব্রাহিম হোসেন হাওলাদার, অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল হাওলাদার ভিপি, চেয়ারম্যান এইচ এম মাহামুদ আলী, যুবলীগ উপজেলা আহবায়ক মোজাম্মেল হোসেন মোজাম, পৌর আহবায়ক আসাদুজ্জামান বিপু, আরিফুল ইসলাম, উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল হালিম জোমাদ্দার, স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক ইলিয়াস হোসেন দুলাল, কেএম শহিদুল ইসলাম, শ্রমিকলীগ সভাপতি আলমগীর হোসেন বাদশা, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সুমন সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অপরদিকে আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি কার্যনির্বাহী সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড.আমিরুল আলম মিলন, সাধারণ সম্পাদক এম এমদাদুল হক এমদাদ ও পৌর আওয়ামীলীগ সভাপতি মেয়র এ্যাড.মনিরুল হক তালুকদারের নেতৃত্বাধীন গ্রুপ পৌর ভবনের সমানে কর্মসূচি পালন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলহাজ্ব সরোয়ার হোসেন, সাবেক সভাপতি ডাঃ মোসলেম উদ্দিন, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন মৃধা, দপ্তর সম্পাদক মাষ্টার সাইদুর রহমান, মুক্তিযোদ্ধা চেয়ারম্যান ডাঃ আকরাম হোসেন, পৌর আওয়ামীলীগ নেতা হারুন অর রশিদ, জেলা ছাত্রলীগ নেতা মেজবাহ ফাহাদ সহ অঙ্গ সংগঠন ও ইউনিয়নের নেতা কর্মী। এছাড়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে ১৫ আগস্ট উপলক্ষ্যে শোক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকালে শোক র‌্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সভা শেষ অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ ই আলম বাচ্চু। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আলমগীর হুসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ মুফতি কামাল, উপজেলা কৃষি অফিসার অনুপম রায়, উপজেলা মৎস্য অফিসার প্রনব কুমার ঘোষ,সমাজসেবা অফিসার মঞ্জুরুল হাচান, জেলা পরিষদের সদস্য আফরোজা আকতার লিনা, থানা অফিসার ইন চার্জ মো. রাশেদুল আলম, উপজেলা সাব-রেজিষ্টার লুৎফুন নাহার লতা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শেখ মো: ওহাব, অনুষ্ঠানটি পরিচালনা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল হান্নান প্রমুখ।