দেবহাটা

নানা আয়োজনে দেবহাটায় জাতীয় শোক দিবস পালিত

By Daily Satkhira

August 15, 2017

কেএম রেজাউল করিম: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, মুক্তিযুদ্ধের স্থপতি, বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা আয়োজনে দেবহাটায় পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে শোক র‌্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন ও গীতা পাঠের মাধ্যমে শোক দিবসের কার্যক্রম শুরু করা হয়। উপজেলা শহিদ মিনার চত্তরে আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল-আসাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গণি, দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল প্রমূখ। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা, উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, কৃষি কর্মকর্তা জসিমউদ্দীন, সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরুপ কুমার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, যুবউন্নয়ন কর্মকর্তা ইসমোআরা বেগম, সমাজসেবা কর্মকর্তা অধির কুমার গাঈন, হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুস সামাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। শেষে যুবঋণের চেক বিতরণ, সমাজসেবার পক্ষ থেকে দুই মুক্তিযোদ্ধাকে হুইল চেয়ার, মেধাবী ও দারিদ্র ছাত্র-ছাত্রীদের শিক্ষা বৃত্তি এবং রচনা, চিত্রাঙ্কন, উপস্থিত বক্তব্য, কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহনে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

সদর ইউনিয়ন: দেবহাটা সদর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ইউনিয়নের বিভিন্ন স্থানে শোক দিবস পালিত হয়েছে। দেবহাটা বাজারে, সদর ইউনিয়ন পরিষদেসহ বিভিন্ন স্থানে শোক র‌্যালী ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক আনারুল হক, আব্দুর রউফ, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনিস সরদার, ইউপি সদস্য আরমান হোসেন, সিরাজুল ইসলাম শিরু, আওয়ামী নেতা আনারুল ইসলাম, শ্যামল কুমারসহ বিভিন্ন স্থরের নের্তৃবৃন্দ। এছাড়া টাউনশ্রীপুরস্থ সদর ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে ও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শোক দিবস পালিত হয়েছে। সভাপতি আবুল কাশেমের নেতৃত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু বক্কার গাজী, অধ্যাপক ডাঃ আনিসুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, মিহির কুমার মন্ডল, ডাঃ নিমাই চন্দ্র মন্ডল, শরিফুল ইসলাম প্রমুখ।

সখিপুর ইউনিয়ন: উপজেলার সখিপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে শোক দিবস পালিত হয়েছে। সখিপুর ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।সখিপুরের ঈদগাহ বাজারে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হান্নানের নির্দেশনায় ৭ ও ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে পালিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা হারুন অর রশিদ, বিজন কুমার ঘোষ, নওয়াব আলী, আরশাদ আলী, ইউপি সদস্য মোনাজাত আলী ও আবুল হোসেন, হাফিজুর রহমান হাফিজ, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রব লিটু, সাধারন সম্পাদক মহব্বত আলী, রুহুল আমিন খোকন, মঈনউদ্দীনসহ সর্বস্থরের জন সাধারণ। অন্যদিকে, সখিপুরের ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বটতলা মোড়ে ইউপি সদস্য নির্মল কুমার মন্ডলের আয়োজনে এবং ৮নং ওয়ার্ডের পাকড়াতলা মোড়ে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমিরুল ইসলামের উদ্যোগে শোক দিবস পালিত হয়েছে। এছাড়া সখিপুর মোড়ে কয়েকটি ওয়ার্ডের সমন্বয়ে শোক দিবসের কর্মসূচি পালিত হয়। এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যয়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নওয়াপাড়া ইউনিয়ন: উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বাঙ্গালী জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার গাজীরহাটস্থ নওয়াপড়া ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয় হতে শোক র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হক লাভলুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলীর সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের অজয় ঘোষ, মোখছেদ আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গৌতম ঘোষ, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইমান আলী, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মামুন, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য আবুল কাশেম, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মহানন্দ সরকার, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নুরুজ্জামান সরদার, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বিশ্বনাথ ঘোষ, যুগ্ন-সম্পাদক ও ইউপি সদস্য মিজানুর রহমান, ৫নং ওয়ার্ড ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য আসমাতুল্লা আসমান, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল করিম, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সামসুর রহমান, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মমিন গাজী, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শ্যাম মোল্যা, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মনিরুজ্জামান মনি, ইউনিয়ন পুলিশিং ফোরামের সভাপতি আসাদুর জামান রব, সাধারণ সম্পাদক আনিসউজ্জামান বকুল,ইউনিয়ন যুবলীগের সভাপতি সুধান বর, সাধারন সম্পাদক ইসমাইল হোসেন, আনারুল ইসলাম, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের ছাব্বির হোসেন, সাগর হোসেন, আশরাফুল ইসলাম, সাইফুল ইসলাম, যুবলীগনেতা আমিনুর রহমান বাবু, মনিরুল ইসলাম, অশোক ঘোষ প্রমূখ।

পারুলিয়া ইউনিয়ন: পারুলিয়াস্থ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে র‌্যালি ও দোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে শোক দিবস পালিত। উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে শোক র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আলোচনা অনুষ্ঠানে সমাবেত হয়। এ সময় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা আওয়ামলীগের সভাপতি শফিকুর রহমান সেজ খোকন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামসেদ আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাহাবুদ্দীন বিশ্বাস আবারাসহ সর্বস্থরের আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ। এদিকে, কুলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপি চেয়ারম্যান ইমাদুল ইসলামের নের্তৃত্বে বর্ণাঢ্য শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই ভাবে কুলিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নানা আয়োজনে শোক দিবস পালিত হয়েছে। .