রাজনীতি

ঝাউডাঙ্গা ও কুশখালীতে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

By Daily Satkhira

August 15, 2017

জি.এম আবুল হোসাইন : মঙ্গলবার দিনব্যাপী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে আলোচনা সভা, দোয়া মাহফিল, রচনা ও চিত্রাংঙ্কন প্রতিযোগিতা এবং মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে।

ঝাউডাঙ্গা ইউনিয়ন আ’লীগ: সদর উপজেলার ঝাউডাঙ্গায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঝাউডাঙ্গা শাখা অফিসে মঙ্গলবার দুপুরে ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. রমজান অালী বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বাবু অমরেন্দ্রনাথ ঘোষ, যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক আশরাফুজ্জামান বাবলু, সাংগঠনিক সম্পাদক অশোক ঘোষ ধনী, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাস্টার তারকনাথ পাল, সাধারণ সম্পাদক শেখ আব্দুল রশিদ,  ঝাউডাঙ্গা বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন প্রমুখ।

মাধবকাটি বাজার কমিটি, ৭ ও ৮নং ওয়ার্ড আ’লীগ: সদর উপজেলার মাধবকাটি বাজার কমিটি, ৭ ও ৮নং ওয়ার্ড আ’লীগের আয়োজনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাধবকাটি বাজারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান সানা। উপস্থিত ছিলেন, ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. রমজান অালী বিশ্বাস, ইউনিয়ন আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক আশরাফুজ্জামান বাবলু, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাস্টার তারকনাথ পাল, সাধারণ সম্পাদক শেখ আব্দুল রশিদ,  ঝাউডাঙ্গা বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতারের নাট্যকার ও কবি ডা. সামছুজ্জামান, মাধবকাটি বাজার কমিটির সভাপতি মো. আবুল খায়ের বিশ্বাস, মাধবকাটি বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির লিটু, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আ’লীগের যুগ্ন সম্পাদক মো. শরিফুজ্জামান ময়না সহ আ’লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া ঝাউডাঙ্গার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৪২তম জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত, আলোচনা সভা, রচনা ও চিত্রাংঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

তুজলপুর জি.সি মাধ্যমিক বিদ্যালয় : সদর উপজেলার ঐতিহ্যবাহী তুজলপুর জি.সি মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, ম্যানেজিং কমিটির সদস্য মো. মনিরুজ্জামান মুকুল, শিক্ষক মোহন লাল ঘোষ, মহিতোষ কুমার ঘোষ, মো. মফিজুর রহমান প্রমুখ।

বলাডাঙ্গা ছয়ঘরিয়া দাখিল মাদ্রাসা: বলাডাঙ্গা ছয়ঘরিয়া দাখিল মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি ও  ইউপি সদস্য মো. শরিফুজ্জামান ময়নার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুর রশিদ, মো. আলী হায়দার, হাফেজ মাওলানা মো. মাহমুদুল হাসান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসা সুপার মাওলানা মো. আব্দুল কুদ্দুস।

আল আমিন মহিলা দাখিল মাদ্রাসা: মাধবকাটি আল আমিন মহিলা দাখিল মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান সানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহ-সুপার মোছা. আছিয়া খাতুন, মাওলানা মো. ফারুক আহমেদ, মাওলানা মো. মহিবুল্লাহ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসা সুপার মাওলানা গোলাম রসুল।

কুশখালী ইউনিয়ন পরিষদ : সদর উপজেলার কুশখালী ইউনিয়ন পরিষদে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান মো.শফিকুল ইসলাম শ্যামলের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ইউপি সচিব মো. মতিউর রহমান, ইউপি সদস্য মো. ফারুক হোসেন (রিপন), আলমগীর হোসেন, মহিলা ইউপি সদস্যা মনজুরা খানম (ইতি) প্রমুখ।

কুশখালী মাধ্যমিক বিদ্যালয় : সদর উপজেলার ঐতিহ্যবাহী কুশখালী মাধ্যমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, এ.এস. আব্দুল করিম, এম সহ-শিক্ষক মো. মুজিবর রহমান, মো. মফিজুল ইসলাম, আইনুন নাহার সহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।

শিউলি শিশু কেন্দ্র, কুশখালী : কুশখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডে শিউলি শিশু কেন্দ্রে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিউলি শিশু ক্লাবের আয়োজনে ও কুশখালী ইউনিয়ন পরিষদের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিউলি শিশু ক্লাবের সভাপতি মোছা. মিথিলা পারভিন (মেঘলা)। এসময় উপস্থিত ছিলেন, শিশু ক্লাবের সাধারণ সম্পাদক সামিয়া খাতুন, সহ-সভাপতি মো. আরিফুল ইসলাম, বিটিএস’র ইয়ুথ ভলান্টিয়ার মো. মেহেদী হাসান, মেহেরুন্নেছা রিনা, কমিউনিটি মবিলাইজার আবুল হোসেন প্রমুখ। আলোচনা শেষে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ শিরোনামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।