কালিগঞ্জ

কালিগঞ্জে জাতীয় শোক দিবসে বিভিন্ন কর্মসূচি পালন

By Daily Satkhira

August 15, 2017

এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু : স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা, রচনা ও চিত্রাঅংকন প্রতিযোগিতা, দোয়া মাহফিল ও তাবারুক বিতরনের মধ্যে দিয়ে পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে (১৫ আগষ্ট) সোমবার সকাল সাড়ে ৯টায় সোহরাওয়ার্দী পার্ক প্রাঙ্গণ থেকে স্কুল, কলেজ, মাদ্রাসা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সৃধিবৃন্দের সমন্বয়ে বিশাল শোক র‌্যালি বের হয়। শোক র‌্যালির নেতৃত্বে ছিলেন বর্তমান সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার খানবাহাদুর আহছানউল্লা সেতু সংলগ্ম বঙ্গবন্ধু ম্যুরালের পাদদেশে সমাবেত হয়ে বঙ্গবন্ধুর স্মৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন সংসদ সদস্য ডাঃ আ ফ ম রুহুল হক, সংসদ সদস্য এসএম জগলুর হায়দার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান, উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান, অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সংস্কৃতিক নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধুর ম্যুরাল পাশে অবস্থিত মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর আহম্মাদ মাছুম, অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ নাসির উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু প্রমুখ। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চ, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলুর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাকিম, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, ইসলামী বাংক কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক মুজিবর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি অধিবাস অধিকারী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জেবুন্নাহার জেবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি গৌতম লস্কর প্রমুখ। আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ প্রাপ্ত যুবকদের মাঝে ঋণের চেক প্রদান করেন। পরে বিদ্যালয়ে শিক্ষার্থীদের রচনা, চিত্রাঅংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুরে উপজেলা জামে মসজিদ ও থানা মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে জাতির জনক শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে আলোচনা সভা দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দুপুর ১২টায় কলেজ মোড়ে লাইফ কেয়ার ডিজিটাল ল্যাব এন্ড হাসপাতালের আয়োজনে ও প্রত্যাশা ব্লাড ডোনার ফাউন্ডেশনের সহযোগিতায় ফ্রি ব্লাড গ্রুপ ও সেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুশুলিয়া ইউপি চেয়ারমান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সুমন, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, প্রত্যাশা ফাউন্ডেশনের সভাপতি জাহাঙ্গীর আলমসহ অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে জাতীয় শোক দিবস ও জাতির পিতা শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী পালনে পেসক্লাব মিলনায়তনে সকাল সাড়ে ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুণ, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু, সদস্য কাজী আল-মামুন, শেখ মোদাচ্ছের হোসেন জান্ট, শেখ আব্দুল করিম মামুন হাসান প্রমুখ।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে সার্বিক ব্যবস্থাপনায় দলীয় কার্যালয়ে জাতীয় ও শোক পতাকা উত্তোলণ, বঙ্গবন্ধুর ভাষন প্রচার, বঙ্গবন্ধুর স্মৃতিতে পুস্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া ও গনভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠণের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে জাতীয় শ্রমিকলীগ কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। খানবাহাদুর আহছানউল্লা সেতু সংলগ্ম বঙ্গবন্ধু ম্যুরালের পাদদেশে দুপুর ১২টায় জাতীয় শ্রমিকলীগ কালিগঞ্জ উপজেলা শাখার আহবায়ক শেখ শাহাজালালের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক গাজী আব্দুস সবুরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল আহসান, আওয়ামীলীগ নেতা ও চাম্পাফুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়ল, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পুজা উদ্যাপন পরিষদের আহবায়ক সজল মুখার্জি, উপজেলা আওয়ালীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলীনুজ্জামান সাজু, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জেবুন্নাহার জেবু, চাম্পাফুল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, আওয়ামীলীগ নেতা হাবিব ফেরদাউস শিমুল, যুবলীগের সাবেক আহবায়ক শেখ ইকবাল আলম বাবলু, কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু তাহের, কালিগঞ্জ জাতীয় শ্রমিকলীগের সদস্য সচিব মনিরুল ইসলাম মনি, ধলবাড়িয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজমুস সাদাৎ রাজা প্রমুখ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুবিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী পিরোজপুরে ২ দিন ব্যাপি জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির প্রথম দিনে ছিল জাতীয় পাতাকা ও শোক পাতাকা উত্তোলণ, শোক ব্যাচ ধারণ, সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোরআন তেলওয়াত, দুপুর ২টায় গনমিলাদ, ৩ টায় গনভোজ, বিকাল ৪টায় প্রমান্যচিত্র প্রদর্শন। এসময় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী সিনিয়ার সহ-সভাপতি এ্যাডঃ মোজাহার হোসেন কান্টু। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহদেী। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক, মৌতলা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মুজিবর রহমান, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের নেতা চন্ডিচরণ মন্ডল, মথুরেশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোকলেছুর রহমান মুকুল, আওয়ামীলীগ নেতা আল মাহামুদ প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনা ছিলেন সাহিত্য চৌধুরী। পরে গনভোজ অনুষ্ঠিত হয়। ২য় দিনের কর্মসূচির মধ্যে রয়েছে পতাকা উত্তোলন, সকাল ৯টায় শোক ব্যাচ ধারন, সকাল ১০টায় শোক র‌্যালি, বেলা ১২টায় বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা, দুপুর ৩টায় গণ আপ্যায়ন, বিকাল ৫টায় প্রমান্যচিত্র প্রদর্শন।