শিক্ষা

সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস পালিত

By Daily Satkhira

August 15, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজ, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৭ পালিত হয়েছে। মঙ্গলবার স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা মিলিত হয়। এসময় স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। নিচে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মসূচি তুলে ধরা হলো :

সাতক্ষীরা সরকারি কলেজ : সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ^াস সুদেব কুমারের সভাপতিত্বে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষক পর্ষদ সম্পাদক আবুল কালাম আজাদ, মাহমুদা সুলতানা, মো. জিয়াউর রহমান, নিগার সুলতানা, আবুল কালাম আযাদ, মফিজুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ : সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক’র সভাপতিত্বে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় শোক দিবস উদ্যাপন কমিটির আহবায়ক শফিকুর রহমান পরাগ, সহকারী অধ্যাপক শষিভূষন পাল, সমরেশ রায়, অলিউর রহমান, রবিউল ইসলাম, রোকসানা ইয়াসমিন, শাহিনুর ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক অলিউর রহমান।

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট : সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে ইনস্টিটিউট মিলনায়তনে এ আলোচনা সভার সভাপতিত্ব করেন জাতীয় শোক দিবস উদ্যাপন কমিটির আহবায়ক প্রকৌশলী বিল্পব কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট’র অধ্যক্ষ প্রকৌশলী জি.এম আজিজুর রহমান। এসময় আরো বক্তব্য রাখেন ড. এস.এম নজমুল হক, মো. ফারুক হোসেন, অলোক সরকার, ছিদ্দিক আলী, মো. কামরুল ইসলাম, মো. তরিকুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মো. এনামুল হাসান।

সাতক্ষীরা নার্সিং ইনস্টিটিউট : ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সাতক্ষীরা নার্সিং ইনস্টিটিউটের হলরুমে সেবা ইনস্টিটিউটের নার্সিং ইনট্রাক্টর ইনচার্জ মঞ্জুরাণী দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ তওহীদুর রহমান। আরো বক্তব্য রাখেন চঞ্চলা রাণী সরকার, দিপালী সরকার, আমিনা আখতার বানু, সুরাইয়া ইয়াসমিন, অর্চনা প্রভা, শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস রিমি, সুরাইয়া খাতুন, জেসমিন, সাবনাজ, আলো ম-ল, শাহিদা সুলতানা প্রমুখ। এসময় র‌্যালি, আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নার্সিং ও মিডওয়াইফারী কোর্সের শিক্ষার্থীরা।

সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা : সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এছাড়া আরো বক্তব্য রাখেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ আজিজুল হক, সহ সভাপতি শেখ তৌহিদুর রহমান ডাবলু, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দিন, দৈনিক আজকের সাতক্ষীরার সম্পাদক মহসিন হোসেন বাবলু, কার্যনির্বাহী সদস্য কাজী আমিরুল হক আহাদ, মো. আব্দুর রহমান, উপাধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ আজাদী, আহ্ছানিয়া মিশন জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া, প্রভাষক আনোয়ারুল ইসলাম, প্রভাষক মনিরুল ইসলাম, প্রভাষক নূর আহম্মাদ, নাসির উদ্দিন, সহকারী শিক্ষক শহিদুল আলম, শহিদুল ইসলাম, আব্দুল করিম, আবুল বাশার, মিজানুর রহমান, শিক্ষক সাইফুল আলম ছিদ্দিকী প্রমুখ।

সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় : সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. আব্দুল্লাহ আল- মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন এপিপি এ্যাড. আজহার হোসেন, সহকারি প্রধান শিক্ষক সামিমা ইসমত আরা, উম্মে হাবীবা, আনিছুর রহমান, রিনা রাণী নন্দী, মো. হাবিবুল্লাহ, মমতাজ হোসেন, আলাউদ্দিন, সোহেলী, বিবেকানন্দ কবিরাজ, দিপাসিন্ধু তরফদার প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষ রোপণ করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল খায়ের।

সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় : সাতক্ষীরা নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি আমিনুর রহমান উল্লাসের সভাপতিত্বে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এস.এম ছায়েদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী জেলা শিক্ষা অফিসার অলোক কুমার তরফদার, ম্যানেজিং কমিটির সদস্য মো. শফিকুল ইসলাম। আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. মালেক গাজী, সহকারি প্রধান শিক্ষক মো. সেলিমুল ইসলাম, সহকারী শিক্ষক নাজমুল লায়লা, শামীম পারভেজ, আক্তারুজ্জামান, জাহিদ হাসান, সিরাজুল ইসলাম, শাহিনা পারভীন, রাবেয়া খাতুন, মো. ফারুক হোসেন, মো. তৈবুর রহমান ও মো. কবির আহম্মেদ প্রমুখ। বিভিন্ন ইভেন্টের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দোয়া পরিচালনা করেন আক্তারুজ্জামান।

সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা : সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রসায় জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা শামছুজ্জামানের সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মনিরুজ্জামান, মুফতি আক্তারুজ্জামান, প্রাভষক রায়হানুল কবির, ওহিদুজ্জামান, সহকারী শিক্ষক জহুরুল হক, রফিকুল ইসলাম, মুজিবুল আলম, মো. আলাউদ্দিন, আওছাফুর রহমান, মুহা. সিরাজুল ইসলাম, হাফিজুর রহমান, ইউনুছ আলী, সিরাজুল ইসলাম প্রমুখ। পরে বিভিন্ন ইভেন্টের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় : সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনা হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার পত্মী মেহের নিগার আক্তার। আরো বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক রাশিদ হাসান খান চৌধুরী, সহকারী শিক্ষক মো. রবিউল ইসলাম, রিনা ব্যানার্জী, আব্দুর রহিম প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অরুণ কুমার ঘোষ।

সাতক্ষীরা কারিমা মাধ্যমিক বিদ্যালয় : সাতক্ষীরা কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহেরের সভাপতিত্বে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য মো. আবুল খায়ের, শিক্ষক প্রতিনিধি মো. আব্দুল মালেক, রুস্তম আলি, সিনিয়র শিক্ষক আব্দুল হক, সহকারী প্রধান শিক্ষক মো. আজিজুল ইসলাম, রণজিত কুমার, আবু সাঈদ, শেখ সৌখিন আলী, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাদিয়া সুলতানা, আবু হাসান সবুজ, সুরাইয়া ইয়াসমিন প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মজিদ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন রুস্তম আলী।

সাতক্ষীরা আঃ করিম মাধ্যমিক বিদ্যালয় : সাতক্ষীরা আঃ করিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন খান লিপির সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক সন্তোষ ব্যানার্জী, সহকারী শিক্ষক নাজমা সুলতানা, মো. মিজানুর রহমান, সিতারা আক্তার বানু, বেগম মোছা. রেহেনা জেসমিন, মো. হাবিবুর রহমান, মো. জুলফিকার আলী, মো. আমিনুর রহমান উল্লাস, মো. ফরহাদ হোসেন, নিত্যানন্দ সরকার, মো. আল আমিন, মোছা. কামরুন নাহার নেকহাত শাহনাজ, পরিতোষ ব্যানার্জী, জুলফিকার আলী ও ফাতেমা খাতুন প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট : জাতীয় শোক দিবসে সাতক্ষীরা প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সুপারিনটেন্ট মহাদেব ব্যানার্জীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী সুপারিনটেন্ট ত্রিদিপ কুমার ঘোষ, ইনট্রাক্টর আকবার হোসেন, সাবেক ইনট্রাক্টর শঙ্কর কুমার রায়, মফিজুর রহমান, দেবাষিশ বসু, সমীর কুমার চক্রবর্তী, জয়দেব কুমার বিশ্বাস, মো. মাহমুদুল হাসান প্রমুখ। আলোচনা সভার আগে একটি শোক র‌্যালি বের হয়।

অগ্রণী ব্যাংক লিমিটেড, সাতক্ষীরা অঞ্চল : জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকীতে অগ্রণী ব্যাংক সাতক্ষীরা অঞ্চলের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অগ্রনী ব্যাংক সাতক্ষীরা অঞ্চলের জিএম মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন এজিএম মো. কওছার আলী, আওয়ামীলীগ নেতা শেখ আলমগীর হাসান আলম, মফিজুল ইসলাম, অগ্রণী ব্যাংক অফিসার্স সমিতির সাধারণ সম্পাদক কাজী শরিফুল ইসলাম, তাপস কুমার মল্ডল, শেখ কামরুজ্জামান, রবিউল আক্তার, মো. মতিউর রহমান প্রমুখ।