আশাশুনি

বঙ্গবন্ধু দারিদ্রমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন- আশাশুনিতে রুহল হক এমপি

By Daily Satkhira

August 15, 2017

মোস্তাফিজুর রহমান : বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী ও সাতক্ষীরা ০৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহল হক এমপি বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা, দারিদ্র মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন। স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্থানী শাসক গোষ্টি তাকে প্রাণে মারতে গিয়েও তার রাজনৈতিক দৃঢ়তা ও অশিল সাহসিকতার কারনে তাকে মারতে পারিনে। কিন্তু স্বাধীনতার পর কিছু বিপদগামী সেনা সদস্য তাকে নির্মম ভাবে সপরিবারে হত্যা করে। তিনি বলেন, পরবর্তীতে জিয়াউর রহমান ক্ষমতায় এসে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ এবং তার খুনিদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে পুরস্কৃত করেন। এ থেকে স্পষ্ট বোঝা যায় কারা বঙ্গবন্ধুকে হত্যা করিয়েছে। যারা স্বাধীনতা যুদ্ধ দেখে নাই সেই তরুন প্রজন্মকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী পড়ার আহবান জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার যখন দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন ঠিক সেই মুহুত্বে স্বাধীনতা বিরোধী সেই চক্র আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এব্যাপারে সবাইকে সজাগ থেকে আগামী নির্বাচনে আবারও জননেত্রী শেখ হাসিনা যার হাতে নৌকা তুলে দিবেন তাকে বিজয়ী করতে সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করব এই হোক আমাদের আজকের শোক দিবসের অঙ্গীকার। তিনি ১৫ আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আশাশুনি উপজেলার বিভিন্ন স্থানে আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় উপরোক্ত কথা গুলি বলেন। তিনি মঙ্গলবার সকালে আশাশুনিতে আসেন এবং আশাশুনি মাধ্যকি বিদ্যালয় মাঠে আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ¤্রদ্ধা নিবেদন করেন। আশাশুনি উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আ’লীগ নেতা রফিকুল ইসলাম মোল্যা, এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডলসহ উপজেলা আ’লীগ ও এর সহযোগি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা আ’লীগ কার্যালয়ে অনুষ্ঠিত পৃথক অনুষ্ঠানে পুজা উদযাপন পরিষদের সভাপতি নীলকন্ঠ সোমের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহল হক এমপি। এসময় উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক এড. শহিদুল ইসলাম পিন্টু, সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা শাহাজান আলী, উপজেলা শ্রমিক লীগ আহবায়ক ঢালী সামছুল আলমসহ উপজেলা আ’লীগ ও এর সহযোগি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুপুরের দিকে বুধহাটা ইউনিয়নের মহেশ্বরকাটি মৎস্য সেট চত্বরে ০৩ নং ওয়ার্ড আ’লীগ, ছাত্রলীগ ও মৎস্যজীবি শ্রমিক ইউনিয়ন আয়োজিত অনুষ্ঠান, বুধহাটা বি বি এম কলেজিয়েট স্কুল প্রাঙ্গনে ইউনিয়ন আ’লীগ আয়োজিত অনুষ্ঠান এবং বদরতলা হাজী জালাল উদ্দীন আদর্শ কলেজে শোভনালী ইউনিয়নের ১, ২ নং ওয়ার্ড আ’লীগ ও বদরতলা হাজী জালাল উদ্দীন আদর্শ কলেজের আয়োজনে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ আ ফ ম রুহল হক এমপি। এসময় তিনি দুঃস্থ অসহায়দের মাঝে তবারক বিতরণ করেন।