সাতক্ষীরা

পূজা মণ্ডপের জন্য সরকারি আর্থিক সহায়তা বিতরণ

By daily satkhira

October 03, 2016

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে সনাতন ধর্মালম্বীদের সদর উপজেলার পূজা মণ্ডপের জন্য সরকারি আর্থিক সহায়তার অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে  সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার শীলের সভাপতিত্বে সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ১শ’ ৩টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে প্রধান অতিথি হিসেবে এ অর্থ তুলে দেন সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বক্তব্যে বলেন, ধর্ম যার যার কিন্তু উৎসব সবার। কেউ যেন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ও জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে সজাগ থাকার আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মনিরা পারভীন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জালাল উদ্দিন প্রমুখ। এ সময় সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ১শ’ ৩টি পূজা মন্ডপে আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপনের লক্ষ্যে সনাতন ধর্মালম্বীদের পূজা মন্ডপের জন্য সরকারি আর্থিক সহায়তার অর্থ বিতরণ করা হয়।  ১৬ লক্ষ ১৮ হাজার টাকা ১ শ’ ৩টি পূজা মন্ডপে ১৫ হাজার ৬ শ’ ৫০ টাকা করে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন  গোষ্ট বিহারী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শিবপদ গাইন, ভদ্রকান্ত সরকার, সুকেশ চক্রবর্তী, রামপদ, নারায়ন চন্দ্র মন্ডল, প্রভাষক বাসুদেব সিংহসহ সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ১শ’ ৩টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন।