দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার অফিস পাড়ার ল্যামপোষ্ট দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে থাকায় পাখি বাসা তৈরী করে বসবাস শুরু করেছে। গত ০৩/১০/২০১৬ তারিখে সাতক্ষীরা থেকে প্রকাশিত “দৈনিক সাতনদী”পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পর উপজেলায় আলোড়ন সৃষ্টি হলেও কার্যকরী ব্যবস্থা গ্রহন হয়নি। জানাগেছে, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা না থাকায় স্থায়ী ভাবে কোন ব্যবস্থা হচ্ছে না। তাছাড়া নির্বাহী অফিসের কিছু অসাধু কর্মচারীরা সরকারি সম্পত্তি নিজেদের ইচ্ছামত ব্যবহার করছে। সরকারি বেতন ভাতার পাশাপাশি ঘুষ ও দূর্নীতি অনিয়ম ছাড়া তাদের কাছে কোন কাজ মেলে না। উপজেলার এসব ল্যাম্পপোষ্টগুলো অতিগুরুত্বপূর্ণ হওয়ার সত্বেও দীর্ঘদিনেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ রয়েছে। তাছাড়া বাতি না জ্বলায় পুরো প্রশাসনিক এলাকাটি সম্পূর্ণ অন্ধকারে নিমোজ্জিত হয়ে পড়ে। প্রশাসনিক এলাকাটিতে রাতে গেলে মনে হয় কোন এক অজপাড়া গা। তাছাড়া বহুদিন পড়ে থাকা ল্যাম্পপোষ্টগুলোতে বর্তমান পাখির অভয়অরোণ্যয় পরিণত হয়েছে। দেবহাটা উপজেলার মোট ৩৫টির বেশি ল্যাম্পপোষ্ট গুলোতে তার ও বাল্ব অক্ষত থাকলেও সামান্য ত্র“টিতে ৩ মাসের বেশি সময় ধরে অধারে রয়েছে গোটা উপজেলার প্রাণ কেন্দ্র। বিভিন্ন দপ্তরসহ গোটা প্রাশাসনিক কেন্দ্র বিন্দুটি অন্ধকারে নিমজ্জিত হয়ে বিচ্ছন্ন হয়ে পড়েছে। এমতাবস্থায় উপজেলার সচেতন মহল জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।