রাজনীতি

সাতক্ষীরায় শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের মিলাদ ও দোয়ানুষ্ঠান

By Daily Satkhira

August 16, 2017

মো: বশির আহমেদ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ এর উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া অনুষ্ঠান ও খাদ্য বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে সংগঠনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও পৌর আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মো: রাশেদুজ্জামান রাশির সভাপতিত্বে সুলতানপুর আজাদী সংঘ কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়্যারমান আলহাজ্ব মোঃ নজরুল ইসলামর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়্যারমান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, পৌর আ’লীগের সভাপতি আবু সায়ীদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মারুফ হাসান মিঠু ও সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, ৩নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, পৌর আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আ. রাজ্জাক, পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক আ: রশিদ ও আশরাফুল কবির খোকন, পৌর আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: হারুন অর রশিদ, পৌর আ’লীগের কার্যকরী সদস্য কামরূল ইসলাম ও সবুর খান, মহিলা নেত্রী রোকেয়া পারভীন, ৫নং ওয়ার্ড আ’লীগের যুগ্ন আহবায়ক কুরবান আলী, পৌর তাঁতী লীগের সভাপতি জাহাঙ্গীর আলমসহ ৪ নং ওয়ার্ড যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ মো: মুনাইম।