সাতক্ষীরা

যৌতুকের দাবিতে গৃহবধুসহ পাঁচজনকে পিটিয়ে জখম

By Daily Satkhira

August 16, 2017

এম বেলাল হোসাইন : বাপের বাড়ি থেকে যৌতুকের এক লাখ টাকা আনতে অপারগতা প্রকাশ করায় দু’ সন্তানের জননীসহ পাঁচজনকে পিটিয়ে জখম করেছে তার শ্বশুর বাড়ির লোকজন। বুধবার দুপুর একটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া গ্রামের সিরাজুল ধাবকের মেয়ে ও একই গ্রামের আমিনুর ইসলামের স্ত্রী বেবী খাতুন (২৭), সেলিম ধাবকের স্ত্রী নাজমা বেগম (২২), সিরাজুল ধাবকের ছেলে সেলিম ধাবক (২৭), বাবুরালি ধাবকের ছেলে সিরাজুল ধাবক (৫৫) ও করিম বক্স ধাবকের ছেলে শাহারুল ধাবক (৩৮)। সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন বেবী খাতুন জানান, নয় বছর আগে তার সঙ্গে একই গ্রামের রজব আলীর ছেলে আমিনুর রহমানের বিয়ে হয়। বর্তমানে তাদের দু’টি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন বাপের বাড়ি থেকে তাকে যৌতুক হিসেবে দু’ লাখ টাকা আনতে বলতো। কোন উপায় না থাকায় সংসার করার স্বার্থে নগদ টাকা ও জিনিসপত্রসহ এক লাখ টাকার মালামাল দেওয়া হয়। এরপরও তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের চাহিদার শেষ ছিল না। একপর্যায়ে বুধবার সকালে তাকে বাপের বাড়ি থেকে এক লাখ টাকা যৌতুকের টাকা আনার জন্য চাপ সৃষ্টি করে আমিনুর ও তার পরিবারের সদস্যরা। বাপের বাড়ি পাশে হওয়ায় তিনি বাবাকে খবর দিয়ে টাকার কথা বললেও তিনি যোগাড় করতে পারেননি। একপর্যায়ে দুপুর একটার দিকে তার স্বামী আমিনুর রহমান, তাদের আত্মীয় মোজাহার সরদারের ছেলে মতিয়ার রহমান, হিমচাঁদ সরদারের ছেলে রজব আলী ও জয়নাল হোসেন, শ্বাশুড়ি রাবেয়া খাতুনসহ কয়েকজন তাকে দা, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে। তার ডাক চিৎকালে বাবা সিরাজুল ইসলাম, ভাই সেলিম, ভাবী নাজমা ও চাচাত ভাই শাহরুল ধাবক ছুঁটে এলে তাদেরকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করা হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কামরুল ইসলাম জানান, ভর্তি থাকা চার জনের মধ্যে বেবী খাতুনের অবস্থা আশঙ্কাজনক। শাহারুলের বাম হাতের কনিষ্ট আঙুল ভেঙে যাওয়ায় তিনি ভর্তি থাকতে না চাওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মারুফ আহম্মদ জানান, এ ঘটনায় বেবী খাতুন বাদি হয়ে বুধবার রাতে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।