নিজস্ব প্রতিবেদক : বুধবার ১৬ অগাস্ট বুধবার বিকালে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে জাগ্রত সাতক্ষীরা’র উদ্যোগে জাতীয় শোক দিবস’১৭ পালন উপলক্ষে আলোচনা সভা ও “আবৃত্তিমালাঃ কবিতায় বঙ্গবন্ধু” শীর্ষক বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা’র এক আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠন সভাপতি সায়েম ফেরদৌস মিতুল’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা আ. হ. ম তারেক উদ্দীন। আরো বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সচিব মোশফিকুর রহমান মিল্টন, শিক্ষা অধিদপ্তরের সহকারি ইন্সটেক্টর মোঃ ইয়াছিন আলী, মঞ্জরুল হক, মনিরুজ্জামান ছট্টু, দিলরুবা রুবি, শামিমা পারভিন রতœা, শেখ সিদ্দিকুর রহমান, আব্দুস সোবহান, মন্ময় মনির প্রমুখ। অনুষ্ঠানে বিশ্বরুপ ঘোষ, মিহির কান্তি সরকার, সুমাইয়া ঝরা, মারিয়া মম, নাসরিন সুলতানা বিথী, অনিষা রায়, তনিমা ঢালী, বনানি আক্তার সহ ২১ জন বঙ্গবন্ধুর উপর নিবেদিত কবিতা আবৃত্তি করেন। এবং পরিশেষে জাগ্রত সাতক্ষীরা এর পক্ষ থেকে আবৃত্তি পরিবেশনে অংশগ্রহণকারী সকলকে বই উপহার দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।