নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় ট্রাকভর্তি মোবাইল টাওয়ারের চোরাই ব্যাটারি উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় ট্রাকের চালক পালিয়ে গেলেও হেলপারকে আটক করা হয়। বুধবার ভোরে পৌর সদরের তুলশীডাঙ্গাস্থ ইউরেকা ফুয়েল পাম্প এলাকার যশোর-সাতক্ষীরা মহাসড়ক থেকে এ আটকের ঘটনা ঘটে। কলারোয়া থানা সূত্র জানায়- থানার অফিসার ইনচার্জ বিপ্লব দেব নাথের নির্দেশনায় হাইওয়ে ডিউটি চলাকালে বুধবার ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই আজম মাহমুদ পিপিএম, সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) রুহুল আমিন রুবেলের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স কলারোয়া পৌরসভাধীন তুলশীডাঙ্গা গ্রামস্থ সাতক্ষীরা-যশোর মহাসড়ক সংলগ্ন ইউরেকা তেল পাম্পের সামনে পাঁকা রাস্তায় একটি মিনি ট্রাক (ঝিনাইদহ ট-০৪০২) আটক করে তল¬াশী করে। এসময় ওই ট্রাকের ডালার মধ্য থেকে ২৪টি মোবাইল টাওয়ারে ব্যবহৃত ব্যাটারি উদ্ধার করা হয়। তখন গাড়ির ড্রাইভার ও হেলপার কৌশলে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। চালক পালিয়ে যেতে সক্ষম হলেও হেলপার মতিয়ার রহমান (৩৩)কে আটক করে পুলিশ। আটক মতিয়ার যশোর জেলার অভয়নগর থানার কাপাশহাটি (মসজিদের পার্শ্বে) গ্রামের মৃত আল-আমিন বিশ্বাসের ছেলে। এ ঘটনায় কলারোয়া থানায় মামলা হয়েছে বলে জানা গেছে।