জাতীয়

পত্রিকার লোগো লাগানো গাড়িতে ইয়াবা, সম্পাদকসহ আটক ৪

By Daily Satkhira

August 17, 2017

ডেস্ক রিপোর্ট : কক্সবাজারের টেকনাফে বেড়াতে গিয়ে ফেরার পথে ৬০ লাখ টাকার ইয়াবার চালান নিয়ে ধরা পড়েছেন স্থানীয় পত্রিকার সম্পাদকসহ চারজন। এ সময় দৈনিক আলোকিত সকাল পত্রিকার লোগো লাগানো একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। জব্দ করা হয় ‘এবি’ টিভির একটি লোগো ও ক্যামেরা স্ট্যান্ড। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সৈকতের মেরিন ড্রাইভ সড়কের ইনানি এলাকা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা তাদের আটক করে। আটকরা হলেন- ঢাকার উত্তরখান আমবাগান কুড়িপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে ও দৈনিক আলোকিত সকালের সম্পাদক ও প্রকাশক মোখলেসুর রহমান মাসুম (৪৪), নেত্রকোনা সদরের আব্বাস নগর এলাকার মৃত আবদুল কুদ্দুসের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), টেকনাফ পৌর এলাকার নতুন পল­ানপাড়ার মাস্টার আবুল মনজুরের ছেলে সাইফুল ইসলাম (২৮) ও কারচালক কুড়িগ্রামের বুড়িয়ামারীর পাথরডুবির মু. নুরুজ্জামানের ছেলে মো. মানিক (৩৫)। কক্সবাজার জেলা ডিবি পুলিশের ওসি মনিরুল ইসলাম জানান, সংবাদপত্রের লোগো লাগানো প্রাইভেটকারে ইয়াবা পাচারের খবর পেয়ে জেলা ডিবি অভিযান চালায়। ইনানিতে নির্মাণাধীন ক্যাডেট কলেজ রিসোর্টের সম্মুখ এলাকায় দৈনিক আলোকিত সকাল পত্রিকার লোগো লাগানো (ঢাকা মেট্রো-ট-১২-৩৫৯৪) নম্বরের কারটি থামান তারা। এ সময় তল্লাশি করে গাড়িটির অতিরিক্ত চাকার ভেতরে বিশেষ কৌশলে রাখা ইয়াবার বেশ কিছু প্যাকেট বের করা হয়। তা গুণে ২০ হাজার ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ৬০ লাখ টাকা। ডিবি পুলিশের ওসি মনিরুল ইসলাম অারও বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা করা হবে।