কলারোয়া

কলারোয়া হাসপাতালে প্রসূতি মায়েরা জরুরি সেবা থেকে বঞ্চিত

By daily satkhira

October 03, 2016

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার ২লক্ষ ৫৩ হাজার লোকের একমাত্র চিকিৎসা কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতালে গাইনি ডাক্তার থাকার স্বত্বেও উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে  প্রসূতি মায়েরা  প্রসাবকালীন যন্ত্রনা নিয়ে হাসপাতালে জরুরি চিকিৎসা নিতে এসে চিকিৎসাবিহীন ফেরত যেতে হয়। কিন্তু কলারোয়া উপজেলা হাসপাতালে অপারেশন থিয়েটরে সকল যন্ত্রপাতির সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও জরুরি সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সাংবাদিকরা কারণ জানতে চাইলে, কলারোয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম জানান,দীর্ঘ ৯ মাস যাবত অজ্ঞান (এ্যানেসতেশিয়া) ডাক্তার না থাকায় অপারেশনের সকল কার্যক্রম বর্তমানে বন্ধ আছে। হাসপাতালে অপারেশন বন্ধের সুযোগ নিয়ে কিছু অসাধু ক্লিনিক মালিক প্রসাবকালিন মায়েদের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে অপারেশন করে। আবার ক্লিনিকে অপারেশন থিয়েটরের মান নিয়েও সন্ধিহান। এমতাবস্থায় উপজেলার সর্বস্থরের মানুষের প্রত্যাশা অনতিবিলম্বে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞান (এ্যানেসতেশিয়া) ডাক্তার আসলে প্রসূতিকালীন মায়েরা জরুরি চিকিৎসার সুযোগ পাবেন। এ বিষয়ে  উর্ধ্বতন কর্র্তৃপক্ষের সুদৃষ্টি কামনা  করা যাচ্ছে।