তালা

পুলিশের উপস্থিতিতে ৮ম শ্রেণির ছাত্রীর বিয়ে!

By Daily Satkhira

October 04, 2016

নিজস্ব প্রতিবেদক: তালা উপজেলার পাটকেলঘাটায় পুলিশের এক কর্মকর্তার উপস্থিতিতে বাল্য বিয়ে অনুষ্ঠিত হওয়ার অভিযোগ উঠেছে। খলিষখালী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের অষ্টম শ্রেণির ছাত্রী স্বপ্না সরকারের বিয়ে দিতে সোমবার সন্ধ্যার পর থেকে চলে নানা আয়োজন। স্বপ্না সরকার গাছা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। সে দুর্গাপুর গ্রামের স্বপণ সরকারের মেয়ে। বর পাটকেলঘাটা থানার ধানদিয়া গ্রামের আলীপুর গ্রামের রাখাল মন্ডলের ছেলে রমেশ মন্ডল(১৭)। এ রিপোর্ট লেখার সময় সোমবার রাত ১১টার দিকে পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠিকতা চলছিল। এদিকে বিয়ে সোমবার সন্ধ্যার পর উপস্থিত হন খলিষখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুজ্জামান আনিস। ওই পুলিশ কর্মকর্তা প্রায় দুই ঘণ্টা বিয়ে অনুষ্ঠানে উপস্থিত থেকে বাল্য বিয়েতে নিরাপত্তা প্রদান করেন! বিষয়টি নিয়ে স্থানীয় লোকজন পাটকেলঘাটা থানার ওসি মহিদুল ইসলামকে জানানোর পর তিনি দ্রুত বিষয়টি দেখবেন বলে জানান। এবিষয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদ হোসেন জানান তিনি ওসিকে জানিয়ে বিয়ে বন্ধের ব্যবস্থা নেবেন। খলিষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মোজাফফর রহমান জানান, বাল্যবিয়ে হচ্ছে এমন খবরটি খলিষখালী পুলিশ ক্যাম্প ইনচার্জকে জানালে তিনি বলেন, তিনিতো (ওই পুলিশ কর্মকর্তা) সেখান থেকে ঘুরে এসেছেন তবে বাল্য বিয়ে কিনা তিনি জানেন না। চেয়ারম্যান পরে বিষয়টি তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাটকেলঘাটা থানার ওসিকে জানান বলে দাবি করেন।