সাতক্ষীরা

ফিংড়ীর আশ্রায়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজ শুরু

By Daily Satkhira

August 23, 2016

জি.এম আজিজুল ইসলাম, ফিংড়ী: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের মরিচ্চাপ নদীর দক্ষিণ পার্শ্বে ব্যাংদহা-জোড়দিয়া মৌজায় প্রায় ২০বিঘা জমির উপর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সার্বিক তত্বাবধানে ৩কোটি টাকা ব্যায়ে ১০০টি ঘর নির্মাণ কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে ২টি পুকুর খনন করাসহ ভরাট দেওয়া হয়েছে মাটি। গরীব, অসহায় ও ভূমিহীন পরিবার এখানে বসবাস করতে পারবে। গতকাল সকাল ১০টায় ব্যাংদহা আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু ছালেক, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জি.এম আজিজুল ইসলাম, দপ্তর সম্পাদক সমীর ঘোষ একাজের অগ্রগতি পরিদর্শন করেন। পরিদর্শনকালে কর্মরত সেনাবাহিনীর মেজর জাকির হোসেন ডেইলী সাতক্ষীরাকে জানান, ৩কোটি টাকা ব্যায়ে ১০০টি ঘর নির্মাণ করা হচ্ছে। আশা করি দ্রুত কাজটি শেষ হবে। তবে কাজ শেষে প্রকৃত গরিব অসহায় ও ভূমিহীনদের মধ্যে ঘরগুলো বণ্টন করা হবে এ দাবি ফিংড়ীর সচেতন মহলের।