আন্তর্জাতিক

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মালালা

By Daily Satkhira

August 17, 2017

আন্তর্জাতিক ডেস্ক : নোবেল জয়ী পাকিস্তানি নারী শিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফ জাইকে উচ্চ শিক্ষা লাভের সুযোগ দিল ব্রিটেনের খ্যাতনামা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন মালালা। বার্মিংহামে বসবাসরত মালালা বৃহস্পতিবার এক টুইটে নিজেই এই সুখবর জানান।

তিনি দর্শন, রাজনীতি ও অর্থনীতি নিয়ে লেডি মার্গারেট হলে পড়বেন। এ হলেই পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট বেনজির ভুট্টো পড়তেন। নারী শিক্ষার জন্য সচেতনতা তৈরি করতে প্রচার চালিয়ে আসা মালালা ২০১২ সালে পাকিস্তানে তালেবান সন্ত্রাসীদের গুলিতে মারাত্মকভাবে আহত হয়েছিলেন। ওই ঘটনার পরই মালালা বিশ্বব্যাপী পরিচিতি পান।

উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে মালালা পরিবারসহ বার্মিংহামেই থাকতে শুরু করেন।