শিক্ষা

শিক্ষকদের সাথে ডা. রুহুল হক এমপির মতবিনিময়

By Daily Satkhira

August 17, 2017

তোষিকে কাইফু/তরিকুল ইসলাম লাভলু : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফ টাউনপাড়ায় সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্জ ডাঃ আফম রুহুল হক’র নিজস্ববাসভবনে বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকাল ৪টায় দেবহাটা,কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার স্কুল,কলেজ ও মাদরাসার শিক্ষক/শিক্ষিকাদের সাথে জাতীয় শোক দিবস উপলক্ষে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি তারিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্জ ডাঃ আফম রুহুল হক। নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) তোফায়েল আহমেদ’র সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সখিপুর খানবাহাদুর আহ্ছানউল্লাহ কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম,সখিপুর হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ আবুল কালাম,দেবহাটা কলেজের অধ্যক্ষ মোঃ আনিছুজ্জামান,বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ড.শিহাব উদ্দিন,হাজি জালাল উদ্দিন আদর্শ কলেজের অধ্যক্ষ জি.এম কামরুজ্জামান শাহিন,নলতা আহ্ছানিয়া মিশন ডিগ্রী কলেজের বাংলা প্রভাষক মোমেনা খনম,প্রভাষক মানষ চক্রবর্তী,আশাশুনি মহিলা কলেজের বাংলা প্রভাষক মৌ হাসান বাবলু,আশাশুনি সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,কাজী আলাউদ্দিন ডিগ্রী কলেজের মোঃ আরিফ বিল্লাহ, ইন্দ্রনগর হুসাইনাবাদ সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম,নলতা আহ্ছানিয়া দারুল উলুম আলিম মাদ্রাসার মাওঃ মোঃ রফিকুল ইসলামসহ আশাশুনি,দেবহাটা ও কালিগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আওয়ামীল সরকারের আমলে দেশের শিক্ষার মান অনেক এগিয়ে গেছে। শিক্ষা একটি জাতীয় উন্নয়নের মূল চালিকা শক্তি। শিক্ষার সঙ্গে সঙ্গে দেশের অর্থনৈতিক একটি গভীর সম্পর্ক রয়েছে। শিক্ষা সম্প্রসারণ ও তার মান উন্নয়ন এক কথা নয়। স্বাধীনতার পূর্বকালে স্বল্প সংখ্যক লোকের শিক্ষার সুযোগ ছিলো। স্বাধীনতার পর বঙ্গবন্ধু সার্বজনীন শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করেন। বর্তমান সরকার শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বছররের প্রথমেই পাঠ্যপুস্তক তুলে দিচ্ছেন। এর ধারাবাহিকতা ধরে রাখতে হলে আওয়ামীলীগ সরকারকে আবারও নির্বাচিত করতে হবে।