সাতক্ষীরা

সাতক্ষীরায় উচ্চাঙ্গ সঙ্গীত প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

By Daily Satkhira

August 17, 2017

প্রেস বিজ্ঞপ্তি : ‘আনন্দলোকে মঙ্গল আলোকে বিরাজ সত্য সুন্দর’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় ১০দিন ব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বর্ণমালা একাডেমির আয়োজনে সভাপতি শামীমা পারভীন রত্মার সভাপতিত্বে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০১ আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, প্রধান প্রশিক্ষক জয়দ্বীপ চক্রবর্তী প্রমুখ। অতিথিদের বর্ণমালা একাডেমির পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে, উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। ১০দিন ব্যাপী এ উচ্চাঙ্গ সঙ্গীত প্রশিক্ষণে ৭৫ জন শিক্ষার্থী অংশ নেয়। সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের ‘বর্ণমালা একাডেমি’ ও ভারতের ‘সাকিত সঙ্গীত গুরুকুল’ একাডেমি কর্তৃক পৃথক সনদপত্র প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন অধীতি ও বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার সভাপতি নাসরীন খান লিপি, রেড ক্রিসেন্ট সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারি শেখ নুরুল হক, লিনেট ফাইন আর্টস সাতক্ষীরার সভাপতি আবু আফফান রোজ বাবু, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মুশফিকুর রহমান মিল্টন, সহযোগী শিক্ষক সৌমিত হালদার, অ¤্রন্দে হালদার, কণ্ঠ শিল্পী মনজুরুল হক, তৃপ্তি মোহন মল্লিক, পিএন বিয়াম ল্যাবঃ স্কুলের উপাধ্যক্ষ ইমদাদুল হক ও চিত্র শিল্পী এম.এ জলিল প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নাহিদা পারভীন পান্না।