রাজনীতি

সাতক্ষীরায় ওয়ার্কাস পার্টির ২৫তম সন্ত্রাসবিরোধী দিবস পালিত

By Daily Satkhira

August 17, 2017

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন হত্যা প্রচেষ্টার ২৫তম দিবসে দোষীদের বিচারের দাবিতে সন্ত্রাস প্রতিরোধ দিবস ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ওয়ার্কাস পার্টির সম্পাদক ম-লীর সভাপতি অধ্যাপক সাবীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি ও তালা-কলারোয়া-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। তিনি বলেন, রাশেদ খান মেনন হত্যার প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ সারা দেশে বিএনপি জামাত ৭১-এর মানবতাবিরোধী অপরাধের বিচারের সময় ২০১৩ সালে জামাত শিবির, বিএনপি কর্তৃক সারাদেশে গাছ কাটা, রাস্তা কাটা, লুটপাট, যাত্রীবাহী বাসে আগুন, বোমা মেরে মানুষ হত্যাকারীদের বিচারের আওতায় দাবি তোলেন এবং সাতক্ষীরা বিএনপি-জামাত কর্তৃক ১৬জন মুক্তিযুদ্ধের পক্ষের নেতাকর্মীদের যারা হত্যা করেছে তাদেরও বিচারের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এছাড়া ওয়ার্কাস পার্টির গণসংগঠনগুলোর নেতাকর্মীদের প্রতিটি এলাকায় সংগঠন গড়ে তোলার আহবান জানান তিনি। এসময় আরো বক্তব্য রাখেন, জেলা ওয়ার্কাস পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য এড. ফাহিমুল হক কিসলু, উপাধ্যক্ষ ময়নুল হাসান, সদস্য শিক্ষক স্বপন কুমার শীল, যুব মৈত্রী সম্পাদক মফিজুল হক জাহাঙ্গীর, নারী নেত্রী নাসরীন খান লিপি, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক পাল শুভাষিশ, নির্মল কুমার সরকার, আব্দুল জলিল, ছাত্র মৈত্রী সভাপতি প্রনয় মন্ডলসহ ওয়ার্কাস পার্টির সকল পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল।

মোজাইক শ্রমিক ইউনিয়নের অংশগ্রহণ : ইমারত নির্মাণ টাইলস মোজাইক শ্রমিক ইউনিয়ন জেলা ওয়ার্কার্স পার্টির সন্ত্রাস বিরোধী দিবসে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সারা শহর প্রদক্ষিণ করে এবং পাকাপোল সড়কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি রবিউল ইসলাম। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি এড ফাহিমুল হক কিসলু। বিশেষ অতিথি হিসাবে জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য শিক্ষক স্বপন কুমার শীল। বক্তব্য রাখেন, হাকিম সরদার, সুজন গাজী, লোকমান, নাজির উদ্দীন, জিয়া, মনিরুল, গোলাম রসুল, ওজিয়ার, জামাল, শেখ বাবু, মুন্নাসহ প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, ১৭ আগস্ট ১৯৯২ সালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সংগ্রামি সভাপতি কমরেড রাশেদ খান মেনন কে সন্ত্রাসী কর্তৃক হত্যার চেষ্টা করা হয়। সন্ত্রাসী এখনও বিচার হয়নি। সন্ত্রাসীদের খুজে বের করে বিচার করতে হবে। দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। এছাড়া বক্তারা আরও বলেন, আলীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বর রফিকুল ইসলাম কর্তৃক ষড়যন্ত্রমূলকভাবে টাইলস মোজাইক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুল ইসলামকে পুলিশ কে দিয়ে মিথ্যা মামলায় গ্রেফতার করানো হয়েছে। ইতোপূর্বে মেম্বর রফিকুল টাইলস ও মোজাইক শ্রমিক মনিরুল, জিয়াদ, শিক্ষক জাহিদ হাসানকে জামায়াত বানিয়ে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল। মেম্বর রফিকুল ইসলামের গ্রেফতার এবং শ্রমিক আক্তারুলকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান বক্তারা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবু।