দেবহাটা

সন্তানকে সু-শিক্ষিত করে গড়ে তুলতে প্রথম শিক্ষক মা – ডা. রুহুল হক এমপি

By Daily Satkhira

August 18, 2017

আরাফাত হোসেন লিটন : মায়েরা যথাযথ ভূমিকা পালন করলে ছেলেমেয়েরা অবশ্যই শিক্ষিত হবে। ছেলেমেয়েদের সুশিক্ষিত করতে পারলে পরিবার, সমাজ এবং দেশ এগিয়ে যাবে। মায়েদের সম্মান জানাতেই এই সমাবেশের আয়োজন করা হয়েছে। মায়েদের সম্মান জানানো আমাদের সবার কর্তব্য। মায়েরা আমাদের লালন-পালন থেকে শুরু করে জীবনের সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাই তাঁদের সম্মান জানাতে এই আয়োজন করা হয়েছে। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বাষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দেবহাটার ঘোনাপাড়ায় ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষা ও মা সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, সাবেক সফল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি। বৃহস্পতিবার সকাল ১০টায় ঘোনাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ঘোনাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহমুদুল হক লাভলুর সভাপতিত্বে ও সহ-সভাপতি আলমগীর হোসেন সাহেব আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গণি, উপজেলা আওয়ামীলগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সহ-সভাপতি নাজমুস শাহাদাৎ নফর বিশ্বাস, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, প্রচার সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিক, ঘোনাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, সহ-সভাপতি সাব্বির হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সামসুর রহমান, সাধারণ সম্পাদক মাবুদ গাজী, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মমিন গাজী, সাধারণ সম্পাদক আকবর আলী, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শ্যাম মোল্যা, ইউনিয়ন যুবলীগের সভাপতি সুধান বর, শ্রমিকলীগের সভাপতি ইশারাত, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের আশরাফুল ইসলাম, বেল্লাল, সাগর প্রমুখ।