তোষিকে কাইফু/তরিকুল ইসলাম লাভলু : “প্রধানমন্ত্রীর উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ” পৌছে দেওয়ার লক্ষ্যে শুক্রবার সকালে টি.আর.কাবিখা প্রকল্পের আওতায় নলতা, ভাড়াশিমলা, চম্পাফুল ও তারালী ইউনিয়নের বিদ্যুৎবিহীন ১০ টি স্কুল, কালেজ, মাদ্রাসা ও ৭৭টি গরিব অসহায় পরিবারের মাঝে ৪০ ওয়াট এর সৌর বিদ্যুৎ (সোলার) প্যানেল বিতরণ করা হয়েছে। কালিগঞ্জ উপজেলার নলতা শরিফ টাউন পাড়াস্থ সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক’র নিজস্ব বাসভবন থেকে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক উক্ত সোলার প্যানেল বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, এ দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে। বর্তমান সরকারের লক্ষ্য প্রতিটি মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়া। বর্তমান দেশের ৭৫ ভাগ মানুষ বিদ্যুৎ পায়। ২০২১ সালে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পাবে। ঘরে ঘরে আলো জ্বলবে-সেটাই আমাদের লক্ষ্য। বাংলাদেশের একটি ঘরও আর অন্ধকারে থাকবে না। এসময় তিনি বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার জন্য সবাইকে পরামর্শ দেন। এসময় আরো উপস্থিত ছিলেন, নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ তোফায়েল আহমেদ, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য এস.এম আসাদুর রহমান সেলিম, চম্পাফুল ইউপির সাবেক চেয়ারম্যান আঃ লতিফ মোড়ল, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিএম সাইফুল ইসলাম, ছাত্রলীগের নলতা ইউনিয়ন সভাপতি ফিরোজ শাহরিয়ার, রহিম আফরোজ সোলার কোম্পানীর সাতক্ষীরা এরিয়া ম্যানেজার আশিক রব্বানী প্রমূখ।