আন্তর্জাতিক

৮ দিনে ভারতে ৩৪ কৃষকের আত্মহত্যা

By Daily Satkhira

August 18, 2017

গত ৮ দিনে ভারতের ভারতের মারাঠাওয়াড়া অঞ্চলে ৩৪ জন কৃষক আত্মহত্যা করেছেন। বুধবার সরকারের এক প্রতিবেদনে কৃষক মৃত্যুর এ পরিসংখ্যানের কথা জানা যায়। অঞ্চলটিতে এ বর্ষা মৌসুমে সর্বনিম্ন বৃষ্টিপাত দেখা দিয়েছে। যার ফলে জমিতে পানির অভাবে ফসলের ফলন কম হওয়ায় খরচ তুলতে পারেননি কৃষকরা। ঋণের জালে আটকে পড়ে এ সব কৃষক আত্মহত্যা করতে বাধ্য হয় বলে জানা গেছে।

জানা যায়, মারাঠাওয়াড়া অঞ্চলের আট জেলায় গত আট দিনে এসব কৃষক আত্মহত্যা করেন।

সরকারি প্রতিবেদনে জানা যায়, এ অঞলে গত জানুয়ারির ১ তারিখ থেকে এ মাসের (আগস্ট) ১৫ তারিখ পর্যন্ত ৫৮০ জন কৃষক আত্মহত্যা করেছেন। যেখানে শুধুমাত্র বিদ জেলাতেই আত্মহত্যা করেছেন ১০৭ জন।

আবহাওয়া অফিস থেকে ১৫ আগস্টের পর থেকে বৃষ্টি হবে বলে জানানো হলেও গত দুইদিনে বৃষ্টি হয়েছে বিক্ষিপ্তভাবে। যা কৃষকদের তেমন কোন উপকারে আসেনি।