কলারোয়া

মাদক ও চোরাচালান শূন্যের কোঠায় নামানোর চ্যালেঞ্জ নিতে হবে -কলারোয়ায় ব্রিগেডিয়ার জেনারেল তৌফিকুল ইসলাম

By Daily Satkhira

August 18, 2017

কামরুল হাসান : বর্ডার গার্ড ব্যাটালিয়নের যশোর রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম, পিএসসি বলেছেন, মাদক ও চোরাচালান শূূন্যের কোটায় নামিয়ে আনাটাই একটা বড় চ্যালেঞ্জ। এটি নিয়ন্ত্রণ কিটুটা করা গেলেও শূন্যে নামানো যাচ্ছে না। আর সফলতা বলতেই এটিকে শূন্যে নামিয়ে আনা। তিনি আরও বলেন, অবৈধ পারাপার ও নারী-শিশু পাচার যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। ভারত থেকে গরু আনা প্রসঙ্গে তিনি বলেন, ভারত থেকে গরু আসতে পারে, তবে কোনো রাখাল ভারতীয় ভূখন্ডে প্রবেশ করবে না। স্থানীয় জনতার এক প্রশ্নের জবাবে রিজিওনাল কমান্ডার বলেন, বিজিবি কাউকে অহেতুক হয়রানি করবে না। তিনি মাদক ও চোরাচালান বন্ধে সকলের সহযোগিতা কামনা করে বলেন, এ বিষয়ে পুরোপুরি সফলতা না আসা পর্যন্ত সর্বাত্মক কার্যক্রম চালিয়ে যেতে হবে। বৃহস্পতিবার বিকেলে কলারোয়ার সোনাবাড়িয়া সরকারি প্রাইমারি স্কুল ময়দানে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৮, বিজিবি আয়োজিত স্থানীয় জনতা ও সুধিবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিজিবি’র খুলনা সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ওয়াহিদুর রহমান, এফডব্লিউসি, পিএসসি, সাতক্ষীরা ৩৮, বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ আমিনুর রহমান, সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায় ও থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেবনাথ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মোঃ হাশেম আলি। সভায় বক্তব্য দেন ও অংশগ্রহণ করেন সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, কেরালকাতা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্ধেশ্বর চক্রবর্তী, সোনাবড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, উপজেরা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক আব্দুর রহমান, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, আতাউর রহমান, জুলফিকার আলি, ফারুক হোসেন, ইউপি সদস্য লিয়াকত আলি, হাসানুজ্জামান, ডা: রেজাউল করিম রেজা, মাদরা বিওপির সুবেদার ফিরোজসহ বিভিন্ন বিওপি’র সুবেদার ও নায়েব সুবেদারবৃন্দ।