শিক্ষা

অধ্যাপক হলেন সরকারি কলেজের ২৭৪ জন শিক্ষক

By Daily Satkhira

August 18, 2017

অধ্যাপক হলেন বি সি এস সাধারণ শিক্ষা ক্যাডারের ২৭৪ জন সহযোগী অধ্যাপক। পদোন্নতিপ্রাপ্ত সব অধ্যাপকদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে ওএসডি করে রাখা হয়েছে। বৃহস্পতিবার (১৭ই আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে। গত ৮ই আগস্ট বিভাগীয় পদোন্নতি কমিটির সভায় পদোন্নতির চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পর আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে সংস্কৃত বিষয়ের একজন রয়েছেন।

এদিকে বি সি এস সাধারণ শিক্ষা্ ক্যাডারে পদোন্নতির ওপর আদালতের স্থগিতাদেশ চেয়ে ব্যর্থ হয়েছেন সংক্ষুব্ধ সহযোগী অধ্যাপক আবদুল করিম। তিনি ১০ শতাংশ কোটায় নিযুক্ত বাংলার শিক্ষক। বৃহস্পতিবার প্রশাসনিক ট্রাইবুনালে শুনানি চলাকালে পদোন্নতির ওপর স্থগিতাদেশ চেয়েছিলেন করিমের আইনজীবী মোহাম্মদ সাইফুল ইসলাম।

অপরদিকে  মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পক্ষে নিযুক্ত আইনজীবী ছিলেন বিশ্বজিৎ রায়। অধিদপ্তরের আইনজীবীর কাছে আদালত জানতে চান রিটকারী আবদুল করিমের পদোন্নতি দেয়া হবে কি-না। জবাবে বৃহস্পতিবার সকাল এগারেটার দিকে আদালতকে জানানো হয়, পদোন্নতির সভা অনুষ্ঠিত হয়েছে তবে চূড়ান্ত আদেশ জারি হয়নি।

পদোন্নতির তালিকা দেখতে এখানে ক্লিক করুন