তালা

তালায় চোরাই মটরসাইকেলসহ সেলিম খাঁ আটক, জনমনে স্বস্তি

By Daily Satkhira

August 18, 2017

তালা প্রতিনিধি : মটরসাইকেল চুরি, পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, এলাকায় চুরি, ছিনতাই, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের সখ্যতা গড়ে আতংক সৃষ্টি, সংখ্যালঘু পরিবারের উপর হামলা এবং হুমকি প্রদানসহ বহু অপকর্মের হোতা সেলিম খাঁ অবশেষে পুলিশের হাতে আটক হয়েছে। তালা থানা পুলিশ দুর্বৃত্ত সেলিমকে আটক করায় এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সে উপজেলার মাগুরা গ্রামের মৃত. নওয়াব আলী খাঁ এর পুত্র। আটক সেলিমের বিরুদ্ধে এলাকায় বহু অভিযোগ রয়েছে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বছর দুয়েক আগে মাগুরা এলাকায় রাতের ডিউটি করার সময় তালা থানা পুলিশ সেলিম খাঁ’র নসিমন ভাড়া নিতো। সেই সূত্রে সেলিম পুলিশের সাথে সখ্যতা গড়ে তোলে এবং পুলিশের নাম ব্যবহার করে মাগুরা এলাকায় ব্যপক চাঁদাবাজি শুরু করে। এসময় সে এলাকার আরো একাধিক দুর্বৃত্তকে সাথে নিয়ে স্থানীয় নীরিহ মানুষদের কাছ থেকে মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি শুরু করে। এছাড়া তদন্তাধীন মামলায় রায় করিয়ে দেবার কথা বলেও ব্যপক অর্থ বানিজ্য শুরু করে। এলাকার মাদকসেবি, মাদক ব্যবসায়ী, থেকে শুরু করে চিহ্নিত দুর্বৃত্ত ও চরমপন্থীদের দলবদ্ধ করে মটরসাইকেল চুরি-ছিনতাই, বিল থেকে বোরো ধানচাষের বোরিং মেশিন চুরি, চাঁদাবাজি, মাগুরা গ্রামের সংখ্যালঘু মলয় বিশ্বাসের পরিবারের উপর হামলা ও হুমকি প্রদান সহ সীমাহীন অপকর্ম শুরু করে। স্থানীয় একটি প্রভাবশালী রাজনৈতিক মহলের ছত্রছায়ায় থেকে এসব অপকর্ম করায় সাধারণ মানুষ সেলিম ও তার লোকজনের বিরুদ্ধে কথা বলতে সাহস পায়নি। সূত্রে জানা গেছে, চরমপন্থী ও মাদক ব্যবসায়ীদের সাথে সখ্যতা গড়ে তোলার পর সেলিম খাঁ’র নিয়ন্ত্রণে আগ্নেয়াস্ত্র চলে আসে। বিষয়টি জানার পর তালার থানার তৎকালিন ওসি মো. ছগির মিয়া থানা পুলিশের রাত্রিকালীন ডিউটির কাজে ব্যবহারের জন্য সেলিমের নসিমন নেয়া বন্ধ করে দেন। এছাড়া সেলিমের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার এবং তাকে গ্রেফতারের জন্য অভিযান চালান। কিন্তু সেলিম বিষয়টি বুঝতে পেরে এলাকা ছেড়ে পালিয়ে যায়। প্রায় ৫/৬ মাস পালিয়ে থাকার পর সেলিম এলাকায় ফিরে আবারও মটরসাইকেল চুরি ও চাঁদাবাজিসহ নানান অপকর্মে জড়িয়ে পড়ে। এবিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে তালা থানা পুলিশ বুধবার রাতে সেলিমকে আটক করে এবং তার নিয়ন্ত্রণ থেকে একটি মটরসাইকেল উদ্ধার করে। চুরি করে আনা উক্ত মটরসাইকলেটি চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে সেলিম এবং তার দুর্বৃত্ত সঙ্গীরা ব্যবহার করতো বলে এলাকার একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে। এদিকে, বহু অপকর্মের হোতা সেলিম খাঁ আটক করে জেল হাজতে প্রেরণ করায়- এলাকার শান্তিপ্রিয় মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।