তালা

তালায় দলিতের মৎস্য খাদ্য বিতরণ

By Daily Satkhira

August 18, 2017

তালা প্রতিনিধি : দরিদ্র চাষীদের মাছ চাষের মাধ্যমে স্বাবলম্ভী করার লক্ষ্যে বেসরকারি সংস্থা দলিত’র আয়োজনে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ৪৭টি পরিবাকে মাছের খাদ্য দেয়া হয়েছে। দাতা সংস্থা সিইআই এর অর্থায়নে এবং এল আলবেরু ডিলা ভিটা অনলুস (এফএডিভি) এর সহ-অর্থায়নে, বৃহস্পতিবার সকালে স্থানীয় সুজনশাহা বাজারে উপকারভোগীদের মাঝে উক্ত খাদ্য বিতরণ করা হয়। দলিতের “ওয়াটার ফর ফুড ইন দ্য কোষ্টাল এরিয়া অব সুন্দরবনস্- বাংলাদেশ” প্রকল্পের আওতায় মাছের খাদ্য বিতরন অনুষ্ঠানে- স্থানীয় ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সুভাষ চন্দ্র সেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় তালা রিপোটার্স ক্লাবের সদস্য সচিব বি. এম. জুলফিকার রায়হান, ইউপি সদস্য সোহরাব হোসেন, দলিতের সংশ্লিষ্ট প্রকল্প ব্যবস্থাপক রবিতা মন্ডল ও কমিউনিটি মোবিলাইজার জুয়েল সরকার সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ প্রতিনিধি, গ্রামবাসী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। দলিত’র প্রকল্প ব্যবস্থাপক রবিতা মন্ডল জানান, সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দাল ইউনিয়নে এবং তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নে দলিতের “ওয়াটার ফর ফুড ইন দ্য কোস্টাল এরিয়া অব সুন্দরবনস- বাংলাদেশ” প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের আওতায়, ইসলামকাটি ইউনিয়নের ৪৭টি দরিদ্র পরিবারকে মাছের খাদ্য হিসেবে ৯০১ কেজি করে যথাক্রমে খৈল ও ভূষি দেয়া হয়। এরপূর্বে একই উপকারভোগীদের মাঝে রুই, কাতলা ও মৃগেল জাতীয় কার্প মাছের পোনা বিতরণ করা হয়েছিল।