ফিচার

পৃথিবীতে প্রাণ আসার রহস্যভেদ বিজ্ঞানীদের!

By Daily Satkhira

August 18, 2017

পৃথিবীতে প্রাণ আসার রহস্যভেদ করলেন বিজ্ঞানীরা। তাদের মতে, ৬৫ কোটি বছর আগে শ্যাওলাতেই প্রথম প্রাণের সঞ্চার হয়েছিল। কালে কালে সেখান থেকেই বিবর্তনের মাধ্যমে জীব জগতের আবির্ভাব।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষকরা এমনটাই দাবি করেছেন। জানা গেছে, মধ্য অস্ট্রেলিয়ার পর্বত থেকে পাললিক শিলা সংগ্রহ করেন তারা। সেগুলো গুঁড়ো করে যে অনু তারা পান তার ওপর গবেষণা করেই এই যুগান্তকারী দাবি তাদের।

গবেষকদলের প্রধান জশেন ব্রুকস বলেছেন, ‘‌এই অনুগুলো বিশ্লেষণ করে বুঝতে পারি ৬৫ কোটি বছর আগে কী হয়েছিল। বাস্তুতন্ত্রের বিপ্লবের ফলে শ্যাওলার আবির্ভাব ঘটে। ’‌

তারও প্রায় ৫ কোটি বছর আগে চলেছিল বরফ যুগ। ৫ কোটি বছর ধরে পৃথিবী ছিল শীতল। এরপর উষ্ণযুগ গ্রাস করে পৃথিবীকে। সব হিমবাহ গলে যায়। পাহাড় থেকে পৌষ্ঠিক পদার্থ নেমে আসে সমুদ্রে।

ব্রুকের দাবি, সমুদ্রে অতিমাত্রায় পুষ্ঠিকর পদার্থে ভরে যায়। আর বরফ যুগের পরে পৃথিবী বসবাসের পক্ষে কিছুটা মনোরম হয়ে ওঠে। তাতে শ্যাওলারা দ্রুত বেড়ে যায়। এরপর বিবর্তনের মাধ্যমে জটিল প্রাণের উদ্ভব।