জাতীয়

পাইকগাছায় দুর্গাপূজায় বিপণী বিতানগুলোতে জমে উঠেছে কেনাকাটা

By daily satkhira

October 04, 2016

বাবুল আক্তার পাইকগাছা: পাইকগাছায় শেষ মুহুর্তে শারদীয়া দুর্গোৎসবে জমে উঠেছে কেনাকাটা। পূজার আনুষ্ঠানিকতা শুরু হতে এখনো বাকী রয়েছে ২ দিন। কেনাকাটার কাজ সম্পন্ন করতে সবাই ভিড় জমাচ্ছেন বিপণীবিতান গুলোতে। সব চেয়ে বেশি ভিড় পরিলক্ষিত হচ্ছে পোশাকের দোকান গুলোতে। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান বড় ধর্মীয় উৎসব উপলক্ষে এ বছর উপজেলার ১৩৮ মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয়া দুর্গোৎসব। সুন্দর ভাবে উৎসব সম্পন্ন করতে একদিকে যেমন চলছে পূজা মণ্ডপের সাজ সজ্জা ও প্রতিমা রঙের কাজ। অনুরূপভাবে সুন্দর পোশাকে উৎসব উপভোগ এবং আত্মীয় স্বজনদের সাথে কুশল বিনিময়ের জন্য শেষ মূহুর্তে সবাই সেরে নিচ্ছেন কেনাকাটার কাজ। এ জন্য পৌর সদর সহ গুরুত্বপূর্ণ স্থান সমূহের বিপণীবিতান গুলোতে কেনাকাটার ধুম পড়েছে। প্রসাধনীর পাশাপাশি চলছে পছন্দের পোশাক কেনাকাটা। দুই ঈদের পর কেনাকাটায় কিছুটা ভাটা পড়লেও আসন্ন শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে আবারও জমজমাট কেনাবেচা শুরু হয়েছে। ফজলু ক্লথ ষ্টোরের স্বত্তাধিকারী মোঃ ফজলুর রহমান, দীপ্তি ক্লথ স্টোরের স্বত্তাধিকারী অমরেশ মন্ডল ও পাইকগাছা বস্ত্রালয়ের স্বত্তাধিকারী কার্তিক চন্দ্র দেবনাথ জানিয়েছেন, এবারের পূজায় গোলফ্রগ, ফ্লোর টার্চ, অরগান্ডি, থ্রি পিচ, জামদানী শাড়ি, গ্যাস সিল্ক বেশি বিক্রি হয়েছে। তবে লেহাঙ্গা, জর্জেট থ্রি-পিচ, সুতার থ্রি-পিচ বাজারে পর্যাপ্ত না থাকার কারণে ক্রেতাসহ আমরা বিপাকে পড়েছি। শিক্ষার্থী কান্তা রায় জানান, এ বারের পূজায় দেড় হাজার টাকা মূল্যের সেরণী থ্রি-পিচ নিয়েছেন। তবে পছন্দের অনেক পোশাক না পাওয়ায় আমরা হতবাক হয়েছি।